ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

গাজায় মানবিক সহায়তা অপ্রতুল: ডব্লিউএইচও

২০২৫ অক্টোবর ২৩ ২১:৫৭:০৯

গাজায় মানবিক সহায়তা অপ্রতুল: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রবাহ কিছুটা বাড়লেও তা এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম।

সংস্থাটি গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনে অংশীদারদের সঙ্গে কাজ করছে, যার জন্য প্রায় ৭ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। দুই বছরের ইসরায়েল-হামাস সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, বিপুল সংখ্যক মানুষ এখনো আহত এবং চিকিৎসাহীন অবস্থায় রয়েছে।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে খাদ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় ও সহায়তা প্রয়োজন। ২০২৫ সালে গাজায় অপুষ্টিজনিত কারণে ৪১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৯ জন শিশু এবং ৮৪ জন পাঁচ বছরের কম বয়সী।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত