ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ২-১ এ সিরিজ বাংলাদেশের দখলে

২০২৫ অক্টোবর ২৩ ২০:০২:১৭

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ২-১ এ সিরিজ বাংলাদেশের দখলে

স্পোর্টস ডেস্ক: মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের পক্ষে ওপেনিংয়ে সৌম্য সরকার ৯১ রান এবং সাইফ ৮০ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তাদের ১৭৬ রানের উদ্বোধনী জুটি ছিল এই ম্যাচের মূল আকর্ষণ। স্পিনে ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করে রাখেন বাংলাদেশের বোলাররা। নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন, যেখানে মিরাজ ও তানভীর ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ শুরু থেকেই ধসে পড়ে। নাসুম আহমেদের স্পিন আক্রমণে আলিক আথানজে, আকিম অগাস্টে এবং ব্রেন্ডন কিং দ্রুত সাজঘরে ফেরেন। তানভীর ইসলামের বলে শাই হোপ এবং রিশাদের বলে শারেফানে রাদারফোর্ড বিদায় নিলে ওয়েস্ট ইন্ডিজের ঘুরে দাঁড়ানোর সব আশা শেষ হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দশ নম্বরে নামা আকিল হোসেন।

এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ে সাইফ হাসান এবং সৌম্য সরকার দুজনেই ঝড়ো ফিফটি করে দলকে দারুণ সূচনা এনে দেন। সৌম্য ৪৮ বলে তার ১৪তম ওয়ানডে ফিফটি এবং সাইফ ৪৪ বলে তার প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন। যদিও দুজনেই সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন। সৌম্য ৯১ ও সাইফ ৮০ রান করে সাজঘরে ফেরেন। তাদের বিদায়ের পর রানের গতি কিছুটা কমে এলেও, তাওহিদ হৃদয় ২৮ ও নাজমুল হোসেন শান্ত ৪৪ রান করে দলের সংগ্রহকে এগিয়ে নেন। শেষদিকে নুরুল হাসান অপরাজিত ১৬ এবং মিরাজ ১৭ রান করে দলকে ২৯৬ রানে পৌঁছে দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত