ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ইপিএস প্রকাশ করবে ৩১ কোম্পানি

২০২৫ অক্টোবর ২৩ ১৫:০১:৩৮

ইপিএস প্রকাশ করবে ৩১ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১টি কোম্পানি তাদের চলতি অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, তথা শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশের জন্য পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভাগুলোতে কোম্পানিগুলো ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল অনুমোদন করবে। পাশাপাশি, পরিচালনা পর্ষদের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও সভায় আলোচিত হবে।

যেসব কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো নাম, বোর্ড সভার তারিখ ও সময় নিচে উল্লেখ করা হলো—

২৬ অক্টোবর, ২০২৫, রবিবার

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: বিকাল ৪:০০ টায় (প্রথম প্রান্তিক) (পুনঃনির্ধারিত)

প্রিমিয়ার ব্যাংক: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

২৮ অক্টোবর, ২০২৫, মঙ্গলবার

ইসলামী কমার্সিয়াল ইন্স্যুরেন্স: বিকাল ৫:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

ইউনিয়ন ইন্স্যুরেন্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

প্রভাতি ইন্স্যুরেন্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

বাটা শ্যু: বিকাল ৪:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

রূপালী লাইফ ইন্স্যুরেন্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

ইউনিলিভার কনজিউমার কেয়ার: বিকাল ৪:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

মার্কেন্টাইল ব্যাংক: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

আইসিবি ইসলামিক ব্যাংক: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

মাইডাস ফাইন্যান্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

২৯ অক্টোবর, ২০২৫, বুধবার

প্রাইম ব্যাংক: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

আরএকে সিরামিকস: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

আল-আরাফাহ ইসলামী ব্যাংক: দুপুর ২:৩০ টায় (তৃতীয় প্রান্তিক)

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স: দুপুর ২:৪৫ টায় (তৃতীয় প্রান্তিক)

রিলায়েন্স ইন্স্যুরেন্স: দুপুর ২:৪৫ টায় (তৃতীয় প্রান্তিক)

ইস্টার্ন ব্যাংক: দুপুর ২:৩০ টায় (তৃতীয় প্রান্তিক)

প্রাইম ফাইন্যান্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

আইসিবি এএমসিএল: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

আইসিবি কর্মচারী প্রভিডেন্ট: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: বিকাল ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড বিকাল: ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড: ৩:০০ টায় (প্রথম প্রান্তিক)

পূবালী ব্যাংক: বিকাল ৫:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

ইউনাইটেড ফাইন্যান্স: বিকাল ৩:৩০ টায় (তৃতীয় প্রান্তিক)

৩০ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার

স্ট্যান্ডার্ড ব্যাংক: দুপুর ২:৪৫ টায় (তৃতীয় প্রান্তিক)

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: দুপুর ২:৪৫ টায় (তৃতীয় প্রান্তিক)

এফএএস ফাইন্যান্স: বিকাল ৩:০০ টায় (তৃতীয় প্রান্তিক)

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত