ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসি'র গুরুত্বপূর্ণ সভা কাল
নিজস্ব প্রতিবেদক: গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সভায় বসছে। আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইউজিসি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে, যেখানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়েছিল। তবে আগামী শিক্ষাবর্ষে (২০২৫-২৬) এই সংখ্যা আরও বাড়তে পারে। নতুন পাঠদানের অনুমতি পাওয়া একাধিক বিশ্ববিদ্যালয় এবং গত বছর গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া ৫টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি এবার পুনরায় এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে বলে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় আশা করছে। সব মিলিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২৫টির কাছাকাছি পৌঁছাতে পারে।
সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হবে। তবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাস থাকায় এই সময়ের আগে পরীক্ষা নেওয়া কঠিন হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সে ক্ষেত্রে নির্বাচন ও রমজানের পর অর্থাৎ মার্চ-এপ্রিলের দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি।
জিএসটি গুচ্ছ ভর্তি কমিটির প্রধান এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, সভার মূল উদ্দেশ্য হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম পর্যালোচনা করা এবং একই সাথে নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা। তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ঘোষিত তারিখের সঙ্গে সমন্বয় করে গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় কবে পরীক্ষা নেওয়া সম্ভব, তা আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এই সভা গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের জন্য একটি সুসংগঠিত ও সমন্বিত ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন