ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ সিদ্ধান্ত

২০২৫ ডিসেম্বর ০৮ ১৬:৩৬:০৪

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ৭ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিষয়ক চলমান বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রগতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষা-পরিচালনা ব্যবস্থার উন্নয়ন এবং নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে চলেছে বলে জানায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

১) সাত কলেজের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ, এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার কাজ অগ্রসর হচ্ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রেরিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জনের কাজ চলছে।

২) গত ২৪ সেপ্টেম্বর খসড়া অধ্যাদেশ ওয়েবসাইটে প্রকাশের পর শিক্ষার্থী-শিক্ষক-সুধীজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে পাওয়া ৫ হাজারের বেশি মতামত পর্যালোচনা প্রক্রিয়াধীন। পাশাপাশি তিন দফা মতবিনিময় সভা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত সংগ্রহও সম্পন্ন হয়েছে। লক্ষ্য ২৫ ডিসেম্বরের মধ্যে সংশোধিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা করা।

৩) চূড়ান্ত খসড়া প্রস্তুতির পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি ও ক্লাস পরিচালনা যাতে ব্যাহত না হয়, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউজিসি এবং অধ্যক্ষদের নিয়ে ১১ নভেম্বর সভা অনুষ্ঠিত হয়।

৪) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা-সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়। পরবর্তী সময়ে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চিত করে। এ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনার জন্য অপারেশন ম্যানুয়েল অনুমোদিত হয়েছে।

৫) ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে ৪ ডিসেম্বর অধ্যক্ষ এবং ৭ ডিসেম্বর শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যমান একাডেমিক কাঠামোর ভিত্তিতে শিক্ষার্থীদের ক্লাস পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন শীতকালীন ছুটির পর ১ জানুয়ারি ২০২৬ থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করা যাবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।

৬) সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় রাখা, নারী শিক্ষার সুযোগ সংকোচন না হওয়া, স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা নিশ্চিত করা, মাধ্যমিক কার্যক্রম ব্যাহত না হওয়া এসব বিষয় বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ের কাঠামো চূড়ান্ত করা হচ্ছে। মন্ত্রণালয় বলছে, এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া এবং এতে সকল পক্ষের ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন।

৭) শিক্ষা মন্ত্রণালয় মনে করে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বার্থ রক্ষা করে ইতিবাচক একাডেমিক পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। সর্বশেষে শিক্ষার্থীদের শান্ত থাকা, গুজব ও বিভ্রান্তি এড়িয়ে নিজেদের শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করার আহ্বান জানানো হয়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত