ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
কিছু উপদেষ্টা দলীয় পক্ষপাতী: অভিযোগ জামায়াতের
.jpg)
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কারা এই আপত্তির আওতায় পড়েছেন, তাদের নাম প্রকাশ করেনি দলটি।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, আমরা বলেছি, সব উপদেষ্টার ব্যাপারে নয় কিছু কিছু লোকের বিষয়ে বলেছি। আমরা বিশ্বাস করি, আপনার (প্রধান উপদেষ্টার) ওপর আমাদের আস্থা আছে, কিন্তু আপনার আশেপাশের কিছু মানুষ আপনাকে বিভ্রান্ত করে এবং তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে আমরা মনে করি। এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।
এর এক দিন আগে একই ধরনের অভিযোগ তুলেছিল বিএনপি। দলটি নাম উল্লেখ না করে ‘বিতর্কিত উপদেষ্টাদের’ সরিয়ে দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল।
বৈঠকে উপদেষ্টাদের অপসারণের দাবি তোলা হয়েছে কি না, জানতে চাইলে তাহের বলেন, আমরা এখনই অপসারণ চাইনি, শুধু বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা সময় দিচ্ছি, আপনাকেও সুযোগ দিচ্ছি বিষয়টি দেখার। পরে প্রয়োজন হলে পরবর্তী সিদ্ধান্ত নেব।
তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিষয়ে প্রশ্নে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ইস্যুটি এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। যদি কোনো ব্যত্যয় না ঘটে, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলে আমরা আশা করছি।
বৈঠকে প্রধান উপদেষ্টা কী বলেছেন, এমন প্রশ্নে জামায়াত নেতা জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, ইনশা আল্লাহ।
এ ছাড়া বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন, নভেম্বরের শেষ দিকে গণভোট আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য ‘এক্সট্রা জুডিশিয়াল অ্যারেঞ্জমেন্ট’ জারির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বৈঠকে তিনি চার সদস্যের জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি