ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

গাজায় তুর্কি সেনা মোতায়েন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

২০২৫ অক্টোবর ২২ ২০:০৭:৪১

গাজায় তুর্কি সেনা মোতায়েন প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে তুরস্কের কোনো সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। গাজায় তুরস্কের অংশগ্রহণে ইসরায়েল আপত্তি জানিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এই তথ্য প্রকাশ করেছে। এর আগে খবর আসে, গাজায় তুর্কি সেনা মোতায়েন নিয়ে ইসরায়েল ও মিসরের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। তবে নেতানিয়াহু এ দাবি অস্বীকার করেছেন।

গতকাল মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদ এবং নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর জানা গেছে, তুর্কি সেনা মোতায়েন নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

নেতানিয়াহুর দপ্তর সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে, মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো বিরোধ নেই। তবে গাজায় তুরস্কের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

এক ফিলিস্তিনি সূত্রের বরাতে স্কাই নিউজ আরাবিয়া জানায়, গাজায় নিরাপত্তারক্ষী হিসেবে তুরস্কের অংশগ্রহণ নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন। এমনকি মিসর ও জর্ডানের প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী পাঠানোর ক্ষেত্রেও তিনি ভেটো দিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করার আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজার নিয়ন্ত্রণ থেকে তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া উচিত। এরপর গাজার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা করা যাবে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

ঢাকা কাস্টমসের সাপ্তাহিক ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ঢাকা কাস্টমস... বিস্তারিত