ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
‘নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না’
.jpg)
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের কার্যক্রম ও আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছতাও বজায় রাখতে পারছে না।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং বর্তমান আচরণ আমাদের কাছে নিরপেক্ষ ও স্বচ্ছ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের যেভাবে কাজ করা উচিত, সেটি তারা করছে না।”
তিনি আরও বলেন, কমিশনের মধ্যে স্পষ্ট পক্ষপাত ও কিছু দলের প্রতি বিমাতাসুলভ আচরণ দেখা যাচ্ছে।
একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপরই বর্তাবে এমন মন্তব্য করেন তিনি।
এনসিপি আহ্বায়ক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন পুনর্গঠন একান্ত জরুরি।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই গণহত্যার বিচার নিয়েও আলোচনা হয় বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এটি আমরা স্বাগত জানাই।
তিনি সরকার ও ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানিয়ে বলেন, এটি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ।
নাহিদ ইসলাম বলেন, সারাদেশে শহীদ ও আহত পরিবারের পক্ষ থেকে দায়ের করা ৮০০-র বেশি মামলার অগ্রগতি জানতে চেয়েছে এনসিপি।
আমরা পত্রিকায় দেখছি, জামিনে ছাড়া পাওয়া আসামিরা শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। তাই আহত ও শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বলেন তিনি।
তিনি সরকারের কাছে বিচারের রোডম্যাপ প্রকাশের দাবিও জানান।
এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশ নেইনি। আমরা সরকারের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা শুধুমাত্র কাগুজে সনদে নয়, এর বাস্তবায়নে বিশ্বাসী।
তিনি যোগ করেন, বাস্তবায়নের নিশ্চয়তা পেলে তবেই এনসিপি সনদে স্বাক্ষর করবে।
প্রশাসনে বদলির বিষয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তিনি বলেন, জনপ্রশাসনে যেসব বদলি হচ্ছে, তা কি দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, নাকি রাজনৈতিক ভাগাভাগির মাধ্যমে? শুনছি বড় রাজনৈতিক দলগুলো এসপি, ডিসি এমনকি প্রশাসনের বিভিন্ন পদ ভাগাভাগি করছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু উপদেষ্টা পরিষদ সদস্যও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন, যা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে আমরা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি, বলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারের তালিকায় যুক্ত হলো আরও এক বন্ধ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস