ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

পাকিস্তান থেকে চাল আমদানি ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

২০২৫ অক্টোবর ২১ ২২:৩৫:০১

পাকিস্তান থেকে চাল আমদানি ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এই সৌজন্য সাক্ষাতে পাকিস্তান থেকে চাল আমদানিসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার পাকিস্তানের হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান। উল্লেখ্য, পাকিস্তান থেকে জিটুজি (সরকার-টু-সরকার) ভিত্তিতে দুই লাখ মেট্রিক টন চাল আমদানির বিষয়ে চলতি বছরের ১৪ জানুয়ারি একটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছিল।

আলোচনায় খাদ্য উপদেষ্টা আঞ্চলিক সংযোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানির কারণে সময় ও খরচ বৃদ্ধি করত।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার খাদ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের পলিটিক্যাল কনসুলার কামরান ডঙ্গল, খাদ্যসচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত