ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ঢাবি, বুয়েট, মেডিকেল: কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কখন?
নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি মৌসুম। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিকেল কলেজের পরীক্ষার তারিখও নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।
তবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই নভেম্বরের শেষ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: আবেদন শুরু ২৯ অক্টোবর, পরীক্ষা ২৯ নভেম্বর থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০, ২০২১, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া:
আবেদন শুরু: ২৯ অক্টোবর দুপুর ১২টা
আবেদন শেষ: ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট
আবেদন ফি: ১,০৫০ টাকা (অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে প্রদানযোগ্য)
ভর্তি পরীক্ষা সূচি:
চারুকলা ইউনিট: ২৯ নভেম্বর
আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর
ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর
কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর
বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর
প্রতিটি পরীক্ষার সময় সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। এবারও ঢাবি ভর্তি পরীক্ষা দেশের সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টাল ভর্তি: পরীক্ষা ১২ ডিসেম্বর
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হতে পারে নভেম্বরের প্রথম সপ্তাহে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী—
সরকারি মেডিকেল কলেজ: ৩৭টি, আসন ৫,৩৮০
বেসরকারি মেডিকেল কলেজ: ৬৭টি, আসন ৬,২৯৩
ডেন্টাল কলেজ (সরকারি): ৯টি, আসন ৫৪৫
এ বছর থেকে একই দিনে ও একই প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নির্বাচনের আগে ভর্তি শেষ করার লক্ষ্যে দ্রুত সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।”
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
বুয়েট: জানুয়ারিতে পরীক্ষা, ভর্তি কমিটি গঠন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এখনো ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক নায়েব মো. গোলাম জাকারিয়া জানান, “আগামী ২৫ অক্টোবর অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে তারিখ নির্ধারণ করা হবে।”
তবে সূত্র জানায়, ভর্তি পরীক্ষা জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল জলিল।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়: আবেদন শুরু ২০ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি আবেদন শুরু হবে ২০ নভেম্বর থেকে এবং চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা তিন ইউনিটে অনুষ্ঠিত হবে:
সি ইউনিট (বিজ্ঞান): ১৬ জানুয়ারি
এ ইউনিট (মানবিক): ১৭ জানুয়ারি
বি ইউনিট (বাণিজ্য): ২৪ জানুয়ারি
প্রতিটি ইউনিটে পরীক্ষা দুই শিফটে— সকাল ১১টা ও বিকেল ৩টায়। পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ছয়টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল)।
রাবি ভর্তি কমিটির সূত্র জানায়, এবারও সিলেকশন পদ্ধতি বাদ দিয়ে সব আবেদনকারীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
এমআইএসটি: পরীক্ষা ২৭ ডিসেম্বর
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি আবেদন শুরু হবে ২ নভেম্বর, শেষ তারিখ ২৬ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর। এবারও “দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ” থাকছে, তবে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাপ্ত নম্বর থেকে ৫ শতাংশ কাটা যাবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ হবে ১৫ ডিসেম্বর।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
বিইউপি: ভর্তি পরীক্ষা ৯ থেকে ১৬ জানুয়ারি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু করবে ৯ জানুয়ারি। আবেদন গ্রহণ করা হবে ১০–৩০ নভেম্বর পর্যন্ত।
নতুন সংযোজন হিসেবে এবার যুক্ত হয়েছে ‘ফ্যাকাল্টি অব মেডিকেল স্টাডিজ’।
পরীক্ষা সূচি নিম্নরূপ—
৯ জানুয়ারি: আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ
১০ জানুয়ারি: সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস স্টাডিজ
১৬ জানুয়ারি: মেডিকেল স্টাডিজ ও এমবিএ প্রোগ্রাম
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: পরীক্ষা ২–১২ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২ জানুয়ারি, চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
পরীক্ষা সূচি—
এ ইউনিট: ২ জানুয়ারি
বি ইউনিট: ৩ জানুয়ারি
সি ইউনিট: ৯ জানুয়ারি
ডি ইউনিট: ১০ জানুয়ারি
উপ-ইউনিট বি১, বি২ ও ডি১: ৫, ৬ ও ১২ জানুয়ারি
চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী—এই তিনটি শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
কৃষি গুচ্ছ: বাকৃবি হয়তো আলাদা পথে
নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পদ্ধতি (কৃষি গুচ্ছ) এবার ভাঙনের মুখে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসনের এক সূত্র জানিয়েছে, “গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় আমাদের স্বাতন্ত্র্য হারাচ্ছে। আলাদা ভর্তি আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপে গত বছর বাকৃবি গুচ্ছের সঙ্গে থাকলেও এবার আলাদা ভর্তি প্রক্রিয়া চালুর সম্ভাবনা প্রবল।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
গুচ্ছ ভর্তি: সিদ্ধান্ত শিগগিরই
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি তারিখ এখনো নির্ধারিত হয়নি। আয়োজক কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, “নির্বাচন সামনে থাকায় তারিখ চূড়ান্ত করতে কিছুটা দেরি হচ্ছে। তবে ভর্তি পরীক্ষা জানুয়ারির মধ্যেই নেওয়া হবে।”
বর্তমানে গুচ্ছ পদ্ধতিতে অংশ নিচ্ছে ২২টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ শুরু হতে পারে এবারের ভর্তি পরীক্ষা। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, আজ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। কমিটি এ বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।
আবেদন করতে ও বিস্তারিত দেখতে ক্লিক করুন
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনায় বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি সময়সূচি আগাম নির্ধারণ করছে। প্রশাসনের আশঙ্কা, নির্বাচনের সময় নিরাপত্তাজনিত কারণে বড় পরীক্ষা আয়োজন কঠিন হতে পারে। তাই ডিসেম্বরের মধ্যেই বেশিরভাগ প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে