ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
স্কলারশিপ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

আসাদুজ্জামান
রিপোর্টার

সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপের সুযোগ ঘোষণা করেছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৫।
১৯৬৭ সালে সৌদি আরবের জেদ্দায় প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি প্রথমে একটি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শুরু হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা এবং লেখক হামযা বোগারি। পরে ১৯৭৪ সালে বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়টিকে সরকারিকরণ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় অর্থনীতি ও প্রশাসন অনুষদ থেকে, পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য বিভাগও চালু হয়।
বিশ্ববিদ্যালয়টি টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে আরব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এখানে মোট ২৪টি অনুষদ রয়েছে, যার মধ্যে ১৫টি ক্যাম্পাসে এবং ৯টি ক্যাম্পাসের বাইরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ফ্যাকাল্টি এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
সুযোগ-সুবিধা
টিউশন ফি প্রদান করা হবে।
মাসিক উপবৃত্তি।
বিনামূল্যে আবাসন।
খাবারের ব্যবস্থা।
বিনামূল্যে স্বাস্থ্যসেবা।
বই কেনার জন্য ভাতা।
যাতায়াতের জন্য বিমান টিকিট।
থিসিস ভাতা।
আবেদনযোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
শিক্ষাগত ফলাফল ভালো হতে হবে।
ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্তাবলী পূরণ করতে হবে।
মাস্টার্স প্রোগ্রামের জন্য বয়স ৩৫ বছরের কম, পিএইচডির জন্য ৪০ বছরের কম হতে হবে।
আবেদনকারীর অবশ্যই সেই প্রোগ্রামের প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
স্টেটমেন্ট অব পারপাস।
একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট।
ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ।
রেফারেন্স লেটার।
আবেদন প্রক্রিয়া
আবেদন সম্পূর্ণ অনলাইনে করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতির জন্য এখানেক্লিক করুন...
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি