ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
'স্বৈরাচার' ট্রাম্পের বিরুদ্ধে তোলপাড় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'স্বৈরাচারী মনোভাবকে' চ্যালেঞ্জ জানিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে 'নো কিংস' নামের এক ব্যাপক বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। নিউইয়র্ক সিটিতে প্রথম দফার ঢেউ ওঠার পর যুক্তরাষ্ট্রজুড়ে আড়াই হাজারের বেশি বিক্ষোভ মিছিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
আন্দোলনের আয়োজকরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তার শাসনই চূড়ান্ত, কিন্তু আমেরিকায় কোনো রাজা নেই। তারা বিশৃঙ্খলা, দুর্নীতি ও নিষ্ঠুরতার বিরুদ্ধে পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন। আয়োজকদের ধারণা, দেশজুড়ে লাখো মানুষ এই বিক্ষোভে অংশ নেবেন।
ট্রাম্প সমর্থকরা অবশ্য পরিকল্পিত এই বিক্ষোভ কর্মসূচিতে 'বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের' প্রভাব রয়েছে বলে অভিযোগ করেছেন, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেননি।
বিক্ষোভ মোকাবিলায় প্রস্তুতি হিসেবে রিপাবলিকান অধ্যুষিত একাধিক অঙ্গরাজ্যের গভর্নর ন্যাশনাল গার্ড বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ইতিমধ্যেই নিজ রাজ্যের সেনা মোতায়েন করেছেন, তবে সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা স্পষ্ট নয়।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউইয়র্কে বিক্ষোভ শুরু হয়েছে এবং সারাদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে তা চলবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান বিক্ষোভগুলো ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ইউরোপের বার্লিন, মাদ্রিদ ও রোমে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছেন।
শনিবার ফক্স নিউজে প্রচারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারের অংশে ট্রাম্প এসব বিক্ষোভ নিয়ে বলেন, "তারা আমাকে রাজা বলছে! কিন্তু আমি রাজা নই। এসব কোনো নাটক নয়।"
অনেক রিপাবলিকান এই আন্দোলনকে 'আমেরিকা বিদ্বেষী র্যালি' হিসেবে নিন্দা জানিয়েছেন। সিএনএনের বরাতে ক্যানসাসের সিনেটর রজার মার্শাল বলেছেন, "আমাদের হয়ত ন্যাশনাল গার্ড নামাতে হবে। আশা করি সব শান্তিপূর্ণ থাকবে, যদিও সাবধানের মার নেই আছে।"
অন্যদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বৃহস্পতিবার অস্টিনে পরিকল্পিত এক বিক্ষোভের আগে ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন। তিনি দাবি করেন, এটি অ্যান্টিফা-সংশ্লিষ্ট পরিকল্পিত সমাবেশ। ডেমোক্র্যাটরা এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করতে সশস্ত্র বাহিনী পাঠানো একনায়কতান্ত্রিক শাসনের উদাহরণ। রাজ্যের শীর্ষ ডেমোক্র্যাট জিন উ বলেন, "রাজা বা একনায়করা যেমন করে, গ্রেগ অ্যাবটও তাই করলেন।" ভার্জিনিয়ার গভর্নর গ্লেন ইয়াংকিনও ন্যাশনাল গার্ড সক্রিয় করার নির্দেশ দিয়েছেন।
'নো কিংস' র্যালিতে অংশ নেওয়ার কথা রয়েছে হলিউড তারকা জেন ফন্ডা, কেরি ওয়াশিংটন, জন লেজেন্ড, অ্যালান কামিং এবং জন লেগুইজামোর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম