ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান থেকে বিচ্ছিন্ন হয়েছে: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে সেটি জনগণের সঙ্গে প্রতারণা এবং জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে বেইমানি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদে আমরা স্বাক্ষর করিনি মানে এই নয় যে এনসিপি রাজনীতি থেকে ছিটকে গেছে। বরং যারা গতকালের অনুষ্ঠানে অংশ নিয়েছে, তারাই গণ-অভ্যুত্থান ও জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই সনদের স্বাক্ষর কেবল একটি আনুষ্ঠানিকতা। জনগণের আকাঙ্ক্ষা বা প্রত্যাশার কোনো প্রতিফলন এতে ঘটেনি। যদি এই সনদকে আইনি ভিত্তি না দেওয়া হয়, তবে এটি জনগণের সঙ্গে প্রতারণা হিসেবেই দেখা দেবে।
এর আগের দিন শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান। ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। তবে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কমিউনিস্ট পার্টি, বাসদসহ চারটি বামপন্থি দল।
সরকারি সূত্রে জানা যায়, এনসিপির অনুপস্থিতি টের পেয়ে বৃহস্পতিবার দিনভর সরকারের পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষ মুহূর্তে জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক বলেন, যেসব রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করেছে, তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তারা হয়তো আনুষ্ঠানিকতা হিসেবেই এটি করেছে। কিন্তু আমরা চাই, সনদটিকে আইনি ভিত্তি দেওয়া হোক—অন্যথায় এটি কেবল রাজনৈতিক প্রদর্শনী হয়ে থাকবে।
তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী কাঠামোর সুবিধাভোগীরা আগের ব্যবস্থা ধরে রাখতে ষড়যন্ত্র করছে। কিছু দল সমঝোতা করেছে, কিন্তু জাতীয় নাগরিক পার্টি তা করেনি।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে অংশ না নেওয়ার মূল কারণ ছিল এর আইনগত অস্পষ্টতা এবং বাস্তবায়নের অনিশ্চয়তা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত