ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
তাইপের গোলবন্যায় স্বপ্ন ভাঙল বাংলাদেশের মেয়েদের
.jpg)
স্পোর্টস ডেস্ক: এএফসি অ-১৭ এশিয়ান কাপ টুর্নামেন্টের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের, কারণ বাঁচা-মরার লড়াইয়ে তারা চাইনিজ তাইপের কাছে ৫-০ গোলে হেরেছে। কোচ সাইফুল বারী টিটু ম্যাচের আগে আশাবাদ ব্যক্ত করলেও, শুক্রবার (১৭ অক্টোবর) জর্ডানের আকাবায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে পরাজিত হয়।
বাফুফে অ-১৭ দলকে এএফসি টুর্নামেন্টের জন্য আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলিয়েছিল। তবে প্রস্তুতি সত্ত্বেও বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে এগিয়ে থেকেও ৮৯ মিনিটে গোল হজম করে ড্র করে তারা। আর চাইনিজ তাইপের বিপক্ষে তো সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
এই হারে এক বছরে বাংলাদেশের ভিন্ন তিনটি দলের এশিয়ান কাপে জায়গা করে নেওয়ার ইতিহাস তৈরি হলো না। আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব উতরে যাওয়ার জন্য জয় দরকার ছিল বাংলাদেশের, কিন্তু চাইনিজ তাইপেকে হারানো তো দূরের কথা, কোচ সাইফুল বারীর দল ৫ গোল হজম করে হেরেছে।
জর্ডানের আকাবা স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের ৯ মিনিটে চাইনিজ তাইপে লিড নেয়। বক্সে বাংলাদেশি ডিফেন্ডারের অযথা ফাউলের কারণে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে গোল আদায় করেন তাইপের উ কাই-শুয়ান। ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বল দারুণভাবে জালে জড়ান তাইপের মিডফিল্ডার চুং ইউন চিয়েন।
বিরতির পর বাংলাদেশ আরও ৩ গোল হজম করে। ৬৬ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়। ম্যাচের বাকি সময় বাংলাদেশ সেভাবে লড়াই করতে পারেনি। চাইনিজ তাইপে আরও ২ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত করেছে। গত জুলাইয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবং আগস্টে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছিল। আজ অর্পিতারা জিতলে বাংলাদেশের তিনটি নারী দল এশিয়া কাপে খেলার কৃতিত্ব অর্জন করত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার