ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জুলাই সনদে বিভক্তি স্বাভাবিক, সংঘাত নয়: ড. মঈন খান

২০২৫ অক্টোবর ১৭ ১৯:২৯:৫১

জুলাই সনদে বিভক্তি স্বাভাবিক, সংঘাত নয়: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিকে ‘সম্পূর্ণ অনভিপ্রেত ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবন সংলগ্ন ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ড. মঈন খান বলেন, অনেকে জুলাই সনদ নিয়ে ভিন্নমত পোষণ করতে পারেন—এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু দেশের ১৮ কোটি মানুষ একসঙ্গে সব বিষয়ে একমত হবে, এটা বাস্তব নয়। যদি সবাইকে একই চিন্তার ঘরে বন্দি করা হয়, তাহলে তো আমরা আবার বাকশালে ফিরে যাচ্ছি।

তিনি আরও বলেন, এই সনদকে অর্থবহ করতে হলে অবশ্যই জুলাইয়ের অগ্রসেনানীদের সম্পৃক্ত করতে হবে। কারণ, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো ঘোষণাই স্থায়ী বা কার্যকর হতে পারে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন তোলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না? কেন আলোচনার ফোকাস হারিয়ে হাজারো বিষয়ে ছড়িয়ে গেলাম? যাদের ওপর এই সমন্বয়ের গুরু দায়িত্ব ছিল, তারা কি সত্যিই সেই দায়িত্ব পালনের যোগ্য ছিলেন? তদুপরি প্রশ্ন উঠতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের আসলেই কি এত জটিল প্রক্রিয়ায় জড়ানোর প্রয়োজন ছিল? বরং স্বল্পতম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে জনগণের ভোটে গঠিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করাই কি বেশি যুক্তিসঙ্গত হতো না?

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত