ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মাদাগাস্কার প্রজাতন্ত্রে নতুন প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান র‍্যান্ড্রিয়ানিরিনা

২০২৫ অক্টোবর ১৭ ১৭:৩৩:৩৫

মাদাগাস্কার প্রজাতন্ত্রে নতুন প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান র‍্যান্ড্রিয়ানিরিনা

আন্তর্জাতিক ডেস্ক: মাদাগাস্কারে সেনাপ্রধান কর্নেল মাইকেল র‍্যান্ড্রিয়ানিরিনা শুক্রবার (১৭ অক্টোবর) দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। হাই কনস্টিটিউশনাল কোর্ট ভবনে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ।

শপথ গ্রহণের পর র‍্যান্ড্রিয়ানিরিনা বলেন, মাদাগাস্কার প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব আমি সম্পূর্ণ ন্যায় ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জাতীয় ঐক্য রক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করতে আমি সর্বস্ব উৎসর্গ করব। অনুষ্ঠান শেষে সেনা কর্মকর্তারা তলোয়ার উঁচিয়ে এবং ট্রাম্পেট বাজিয়ে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করেন।

গত সপ্তাহে জেন-জি আন্দোলনের প্রেক্ষিতে দেশ ছাড়েন সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। পার্লামেন্টের অভিশংসনের পর সেনাবাহিনী ক্ষমতা দখল করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সাংবিধানিক আদালত ক্ষমতা দখলের বৈধতা দেয়। তবে রাজোয়েলিনা এখনও নিজেকে বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও আফ্রিকান ইউনিয়ন অভ্যুত্থানকে নিন্দা জানিয়েছে। যদিও অনেক তরুণ রাজোয়েলিনার সরকারের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, সেনাবাহিনীর দ্রুত ক্ষমতা গ্রহণ নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে।

নতুন প্রেসিডেন্ট র‍্যান্ড্রিয়ানিরিনা জানিয়েছেন, পার্লামেন্ট বাদে দেশের সব প্রতিষ্ঠান সাময়িকভাবে স্থগিত থাকবে। সেনা নেতৃত্বাধীন কমিটি সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অন্তর্বর্তী সরকার পরিচালনা করবে এবং পরে নির্বাচন আয়োজন করবে।

র‍্যান্ড্রিয়ানিরিনা ছিলেন সেনাবাহিনীর চৌকস ইউনিট ‘ক্যাপস্যাট’-এর সাবেক কমান্ডার। ২০০৯ সালে রাজোয়েলিনাকে ক্ষমতায় আনাতেও এই গোষ্ঠীর মুখ্য ভূমিকা ছিল। সর্বশেষ আন্দোলনে তিনি সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রায় তিন কোটি মানুষের দেশ মাদাগাস্কারে গড় বয়স ২০ বছরের নিচে। দেশের তিন-চতুর্থাংশ মানুষ দরিদ্র সীমার মধ্যে বসবাস করে। স্বাধীনতার পর ১৯৬০ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশের মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত