ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
একে একে উপস্থিত হচ্ছেন ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অঙ্গন ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা একে একে উপস্থিত হচ্ছেন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চ সরব হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল ও উপদেষ্টাদের আগমনে।
স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর আগে শিক্ষা, খাদ্য, পরিবেশ, মুক্তিযুদ্ধ ও জ্বালানি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও অনুষ্ঠানে যোগ দেন।
বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঞ্চে বসার আগে নেতারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ প্লাজার চারপাশে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
বিএনপি, জামায়াতে ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগে থেকে জানিয়েছিল, তারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সনদে সই করবে না বলে বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাম ধারার চারটি দল সিপিবি, বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও জাসদ ও সংশোধিত খসড়া না পেলে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে।
জুলাই সনদকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এই সনদ শুধু ঐকমত্যের প্রতীক নয়, এটি আগামী জাতীয় রাজনীতির গতি ও জোট বিন্যাসে সরাসরি প্রভাব ফেলবে।
গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। প্রথম ধাপে গঠন করা ৬টি সংস্কার কমিশনের (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন) প্রস্তাবগুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে ৩৩টি ও দ্বিতীয় পর্বে ৩০টি দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়।
জাতীয় ঐকমত্য কমিশন ১৬ আগস্ট রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের খসড়া পাঠায়। খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া ২০ আগস্ট পাঠানো হয় এবং মতামত দেওয়ার সময় ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এরপর পুনরায় বিভিন্ন দলের ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর