ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে নতুন উদ্যোগ ইউজিসির
নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বর থেকে দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম চালু হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। ধাপে ধাপে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী এই সেবার আওতায় আসবেন। ইতোমধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউল চূড়ান্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের কী ধরনের সেবা প্রয়োজন তা বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
ড. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়া নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অধ্যাপক মাছুমা হাবিব মন্তব্য করেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য ইউনেস্কোর সহায়তায় ইউজিসি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে দৃঢ় হবে, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নত হবে এবং সহানুভূতিশীল আচরণ তৈরি হবে। তিনি বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ এবং মানসিক স্বাস্থ্য ক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তাও উল্লেখ করেন।
ইউজিসির পরিচালক মোছা. জেসমিন পারভিন বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দেওয়া হবে। ইউনেস্কোর প্রতিনিধি রাজু দাস বলেন, মডিউলটি আবেগিক বুদ্ধিমত্তা, সামাজিক দক্ষতা এবং জীবনদক্ষতার ওপর ভিত্তি করে তৈরি, যা শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ এবং সমাজমুখী আচরণে সহায়তা করবে।
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী বক্তব্য রাখেন। এছাড়া ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সেলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। ইউজিসি ও ইউনেস্কো যৌথভাবে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় এই উদ্যোগ বাস্তবায়ন করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ত্রিদেশীয় টি-২০: সরাসরি দেখবেন যেভাবে