ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: জেনে নিন চূড়ান্ত ২০ দল গুলোর নাম
.jpg)
স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ার প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে ঘোষণা হলো ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দলের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে পূর্ণ হলো আসন্ন মেগা টুর্নামেন্টের দলসংখ্যা।
১৯টি দল আগেই নিশ্চিত করেছিল তাদের জায়গা। শেষ একটি স্থান নিয়ে চলছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যার নিষ্পত্তি হলো এক রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে। এশিয়া-পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে আরব আমিরাত।
আরব আমিরাতের দারুণ প্রত্যাবর্তন
আল আমেরাতে অনুষ্ঠিত বাছাইপর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে জাপান নির্ধারিত ওভারে মাত্র ১১৬ রান তুলতে সক্ষম হয়। আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংই জাপানের ইনিংসকে চাপে ফেলে দেয়। পরে ব্যাট করতে নেমে আলিশান শারাফু (২৭ বলে ৪৬) এবং অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম (২৬ বলে ৪২)-এর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।
এই জয়ে তারা তৃতীয়বারের মতো টি-২০ বিশ্বকাপের মঞ্চে উঠল। এর আগে তারা ২০১৪ এবং ২০২২ সালের আসরেও অংশ নিয়েছিল।
আসর ও আয়োজক দেশ
২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি-মার্চে, ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে। এটি হবে টি-২০ ক্রিকেট ইতিহাসের অন্যতম বৃহৎ আয়োজন, যেখানে বিশ্বের সেরা দলগুলো লড়বে শ্রেষ্ঠত্বের মঞ্চে।
অংশগ্রহণকারী ২০ দল এক নজরে
ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।
ক্রিকেটপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ২০ দলের টানটান প্রতিদ্বন্দ্বিতার আসর দেখার জন্য। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ যে হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ক্রিকেট উৎসব, তাতে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর