ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

২০২৫ অক্টোবর ১৫ ২৩:৩৩:২৩

হাসপাতালে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। আজ বুধবার রাতের দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবেন। আশা করা হচ্ছে, রাত ১১টার দিকে তার উপস্থিতি নিশ্চিত হবে।

চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়াকে তার শারীরিক অবস্থার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা শেষে চিকিৎসক পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার জন্য চিকিৎসকরা তাকে নিয়মিত নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত