ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
আমরা ফ্যাসিস্ট শাসক চাই না চাই গণতান্ত্রিক সরকার: মির্জা ফখরুল

নিজস্ব পতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছর আগে আওয়ামী লীগ সরকার অন্যায়ভাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। সেই সময় খালেদা জিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন আমাকে যেভাবে উচ্ছেদ করা হলো, একদিন দেশের মানুষ ঠিক এভাবেই হাসিনাকেও দেশ থেকে উচ্ছেদ করবে।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের ৩১ দফা কর্মসূচিতে স্পষ্ট বলা হয়েছে আমরা এমন এক রাষ্ট্রব্যবস্থা গড়তে চাই, যেখানে আর কোনো ‘দ্বিতীয় শেখ হাসিনা’ জন্ম নিতে পারবে না। আমরা কোনো ফ্যাসিস্ট শাসক চাই না চাই একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার। এজন্য নির্বাচন কমিশন ও বিচারব্যবস্থাকে সম্পূর্ণ নিরপেক্ষ করার কথা বলেছি এবং জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছি।
তিনি বলেন, আমাদের হিন্দু ভাইয়েরা অতীতে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমি তাদের নিশ্চয়তা দিতে চাই বিএনপি ক্ষমতায় এলে তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। নারী সমাজের নিরাপত্তা এবং বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমরা অতীতেও নির্বাচনে অংশ নিয়েছি, এবারও নেব। জামায়াতও নির্বাচনে যাচ্ছে। এখন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কাকে তারা সংসদে দেখতে চান, কে তাদের জন্য কাজ করবে। ২০০১ সালের নির্বাচনে আপনাদের ভোটে সংসদে গিয়েছিলাম, মন্ত্রী হিসেবে এলাকার উন্নয়ন করেছি, কৃষকদের জন্য ডিপ টিউবওয়েল বসিয়েছি। এবারও উন্নয়নের ধারাবাহিকতা চাই।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন কিছু দল পিআর নিয়ে রাজনীতি করছে। পিআর বলতে কী বোঝায়, তা অনেকেই জানে না আমি নিজেও না! তাই তর্কবিতর্ক ছেড়ে আগামী ফেব্রুয়ারিতে যেন একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেদিকে সবাইকে মনোযোগ দিতে হবে।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস এবং ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার