ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

প্রথমবার বিপিএলে রাজস্বের ভাগ পাবে দলগুলো

২০২৫ অক্টোবর ১৫ ২০:৫৫:১১

প্রথমবার বিপিএলে রাজস্বের ভাগ পাবে দলগুলো

স্পোর্টস ডেস্ক: বিপিএল আয়োজনে এখনও কিছু অনিশ্চয়তা রয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দৃঢ় অবস্থানে রয়েছে তাদের লক্ষ্য নির্ধারিত সময়েই আসরটি মাঠে গড়ানো। ডিসেম্বর-জানুয়ারির প্রচলিত সময়সূচি ধরে রাখতে বিসিবি দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আনা হয়েছে বেশ কিছু নতুন ও আকর্ষণীয় সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম হলো প্রথমবারের মতো রাজস্ব ভাগাভাগি পদ্ধতি চালুর ঘোষণা।

বুধবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব তথ্য জানান বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।

সময়মতো বিপিএল, পিছানোর চিন্তা নেই

বিপিএলকে এপ্রিল-মেতে নেওয়ার প্রস্তাব এসেছিল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের কাছ থেকে। তবে সেই সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী এপ্রিল-মে মাসে নিয়মিত বৃষ্টি হয়। তাছাড়া ওই সময়ে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে। তাই ডিসেম্বর-জানুয়ারিই একমাত্র বাস্তবসম্মত সময়।

১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফট

বিসিবি জানিয়েছে, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য সময় ডিসেম্বরের মাঝামাঝি, আর ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রস্তুতি শেষ করার লক্ষ্য নভেম্বরের শেষ দিকেই।

ফ্র্যাঞ্চাইজি ফি ও ব্যাংক গ্যারান্টির নতুন কাঠামো

প্রথম বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা। পাঁচ বছরের মেয়াদে প্রতি বছর ফি ১৫ শতাংশ করে বাড়বে। পাশাপাশি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, যাতে খেলোয়াড়দের পারিশ্রমিক ও টুর্নামেন্ট পরিচালনায় কোনো জটিলতা না হয়।

প্রথমবার রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা

বিপিএলের ইতিহাসে এবারই প্রথমবার রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা চালু করছে বিসিবি। আমজাদ হোসেন জানান, ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া রাইটস, গ্রাউন্ড রাইটস ও টিকিট বিক্রির নেট প্রফিটের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া প্রতিটি ম্যাচে প্রতিটি দলকে ১৫ মিনিট করে প্যারিমিটার বোর্ডে নিজেদের স্পনসরের বিজ্ঞাপন প্রচারের সুযোগ দেওয়া হবে, যা সম্পূর্ণ বিনামূল্যে।

বাড়ছে প্রাইজমানি

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, আর রানার্স-আপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা আগের আসরের তুলনায় যা উল্লেখযোগ্য বৃদ্ধি।

বিদেশি খেলোয়াড়ই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

ডিসেম্বর-জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ-টোয়েন্টি লিগ চলার কারণে মানসম্পন্ন বিদেশি খেলোয়াড় পাওয়া কিছুটা কঠিন হতে পারে। তবে বিসিবি কর্মকর্তা আশাবাদী গত আসরের মতো এবারও ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত