ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ফেসবুকে নির্বাচনী প্রচারে সাত নির্দেশনা ইসির
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ন্ত্রণে আনতে নতুন নীতিমালা প্রণয়ন করছে নির্বাচন কমিশন (ইসি)। ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার), টিকটকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার চালাতে হলে প্রার্থীদের এখন থেকে মানতে হবে কঠোর কিছু নিয়ম। প্রথমবারের মতো আচরণবিধিতে যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের জন্য বিশেষ সাতটি বাধ্যতামূলক নির্দেশনা।
ইসি মনে করছে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারের ধরনেও এসেছে বিপুল পরিবর্তন। প্রচলিত গণমাধ্যমের পাশাপাশি এখন ফেসবুক ও ইউটিউবই সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তাই সেগুলোকে নিয়ন্ত্রণে আনা এবং ভুয়া তথ্য ও অপপ্রচার রোধের লক্ষ্যেই নতুন বিধি প্রণয়ন করা হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী-
১️. প্রার্থী, নির্বাচনী এজেন্ট বা রাজনৈতিক দলকে আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে প্রচারমূলক প্ল্যাটফর্মের নাম, আইডি ও ইমেইল ঠিকানা জমা দিতে হবে।
২️. কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি অসৎ উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
৩️. ভুল তথ্য, বিকৃত ছবি বা ভুয়া কনটেন্ট প্রচার করা যাবে না।
৪️. নারী, সংখ্যালঘু বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ঘৃণামূলক বা উসকানিমূলক ভাষা ব্যবহার নিষিদ্ধ।
৫️. ধর্মীয় বা জাতিগত অনুভূতি ব্যবহার করে ভোটার প্রভাবিত করা যাবে না।
৬️. যাচাইহীন তথ্য বা গুজব শেয়ার করা যাবে না।
৭️. চরিত্রহনন বা সুনাম ক্ষুণ্ণের উদ্দেশ্যে তৈরি কোনো কনটেন্ট প্রচার বা সম্পাদনা করা যাবে না।
ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, এসব নির্দেশনা রাজনৈতিক পরিবেশকে আরও শালীন, নিয়ন্ত্রিত ও তথ্যভিত্তিক রাখার জন্যই তৈরি করা হয়েছে। তিনি বলেন, “ভুয়া তথ্য ও ঘৃণা ছড়ানো বন্ধ করতে হলে অনলাইন আচরণবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এরই মধ্যে নির্বাচন প্রস্তুতির কাজও এগিয়ে চলেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- বাংলাদেশ বনাম আজারবাইজান: ৩ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল