ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
ইসির অধিকতর তদন্তে ১০ নতুন দল, যুক্ত ২১ কর্মকর্তা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করা ১০টি নতুন দলের কার্যক্রম মাঠ পর্যায়ে পুনর্তদন্তের জন্য নির্বাচন কমিশন (ইসি) আরও ৭টি কমিটি গঠন করেছে। এর ফলে পুনঃতদন্ত কার্যক্রমে অতিরিক্ত ২১ জন কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে, যা মোট কমিটি ও কর্মকর্তার সংখ্যা যথাক্রমে ১৭টি ও ৫১ জনে উন্নীত করেছে। এছাড়াও, নিবন্ধন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে এসেও বাংলাদেশ জাতীয় লীগসহ তিনটি দল ফের তদন্তের মুখে পড়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে কিছু অপূর্ণতা এবং যথাযথ মন্তব্যের ঘাটতি থাকায় যাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে এই অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিটি কমিটি তিন সদস্য বিশিষ্ট, যেখানে একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, একজন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং একজন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা অন্তর্ভুক্ত আছেন। এই নতুন কমিটিগুলো ঢাকা, কুমিল্লা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ ও খুলনা - এই সাতটি অঞ্চলের জন্য গঠন করা হয়েছে। যে অঞ্চলগুলোতে ৫০টির বেশি রাজনৈতিক দলের কার্যালয় তদন্ত করতে হবে, সেসব অঞ্চলের জন্য এই অতিরিক্ত কমিটিগুলো কাজ করবে।
অধিকতর পুনঃতদন্তের জন্য নির্বাচিত ১০টি দল হলো: আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ ও বাংলাদেশ আমজনগণ পার্টি।
পুনরায় তদন্তের মুখে ৩টি দল:নিবন্ধন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে এসেও বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় জনতা পার্টি, এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ) - এই তিনটি দলকে ফের তদন্তের মুখে পড়তে হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদে বাংলাদেশ জাতীয় লীগের কার্যক্রম ও কেন্দ্রীয় কার্যালয় নিয়ে প্রশ্ন ওঠায় ইসি এই সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচন ব্যবস্থাপনা-১ শাখার যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি আগামী সাত দিনের মধ্যে এই তিন দলের কেন্দ্রীয় কমিটি, সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়ের অস্তিত্ব ও ধারাবাহিক কার্যক্রম যাচাইয়ে প্রতিবেদন দাখিল করবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তদন্ত কার্যক্রমে সবকিছু ইতিবাচক থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে প্রথমে দাবি-আপত্তি চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং কোনো দাবি আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করা হবে। দাবি আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ দেওয়া হবে।
নিবন্ধন প্রক্রিয়ার সংক্ষিপ্ত চিত্র:মোট ১৪৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করলেও প্রাথমিকভাবে কেউই উত্তীর্ণ হতে পারেনি। পুনর্বাছাই শেষে ১২১টি দলের আবেদন বাতিল হয়। পরে মাঠপর্যায়ে যাচাই করা ২২টি দলের মধ্যে ৭টি দল বাদ পড়ে। দুটি দল (এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ) শর্ত পূরণ করে। বর্তমানে বাংলাদেশ জাতীয় লীগ পুনরায় তদন্তের অন্তর্ভুক্ত হয়েছে এবং বাংলাদেশ আমজনগণ পার্টিকে তথ্য যাচাইয়ের জন্য পুনরায় মাঠে পাঠানো হয়েছে।
আইন অনুযায়ী, একটি রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি, এবং ১০০ উপজেলা কমিটি থাকতে হয়। এছাড়া, প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন থাকা আবশ্যক। বর্তমানে ইসিতে ৫২টি দল নিবন্ধিত রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- সরকারের বড় পদক্ষেপ: বন্ধ হচ্ছে ৯ লিজিং কোম্পানি
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- মিউচুয়াল ফান্ডে আসছে বড় সংস্কার, খসড়া বিধিমালা প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি