ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্টের সাক্ষাৎ
বাংলাদেশে পাট ও উৎপাদনমুখী শিল্পে বড় বিনিয়োগের পরিকল্পনা চীনের
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এবার উৎপাদন খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে চীন। বিশেষ করে পাট, সবুজ প্রযুক্তি, তৈরি পোশাক ও ওষুধ শিল্পে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান চায়না এক্সিম ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ইয়াং দোংনিং।
বৈঠকে ইয়াং দোংনিং জানান, দীর্ঘ সময় ধরে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে আসছে। তবে এখন তারা উৎপাদনমুখী শিল্পে, বিশেষ করে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ খ্যাত পাট এবং ছাদে বসানো সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) প্রকল্পে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে। এ সময় তার সঙ্গে ছিলেন চীনের ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রেসিডেন্ট ড. মা জুন।
ড. মা জুন উল্লেখ করেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটশিল্প চীনা বিনিয়োগকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তারা পাট ব্যবহার করে সবুজ জ্বালানি, জৈব সার ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনে আগ্রহী। তিনি জানান, চীনা কোম্পানিগুলো বছরে এক মিলিয়ন টন পর্যন্ত পাট ব্যবহারের সক্ষমতা রাখে এবং এ খাতে যৌথ বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনের এই আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, চীন বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের সবুজ জ্বালানি রূপান্তরে সহায়তা করতে পারে। তিনি চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তর এবং বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে যৌথ উদ্যোগে কাজ করার আহ্বান জানান।
ড. ইউনূস আরও বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রবন্দর ও কৌশলগত সুবিধার কারণে সেখানে চীনা কারখানা স্থাপন করা লাভজনক হবে। এছাড়া, তিনি বাংলাদেশ থেকে দক্ষিণ চীনের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের প্রস্তাব দেন, যা আঞ্চলিক বাণিজ্যে গতি আনবে।
চীনা প্রতিনিধি দল জানায়, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ই-কমার্স খাতেও বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খুঁজছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্টের ৪র্থ দিনের খেলা শেষ-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ম্যাচটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় টেস্ট: খেলাটি সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম ভারত: সুপার ওভার শেষ, দেখুন ফলাফল
- পরবর্তী ব্রাজিল-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচ কবে-প্রতিপক্ষ কারা
- বাংলাদেশ বনাম ভারত টি-২০ ম্যাচ: বোলিংয়ে বাংলাদেশ-সরাসরি দেখুন এখানে
- শুক্রবার গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
- ঢাবির শীতকালীন ছুটিনিয়ে যা জানা গেল
- আইসিবিকে নতুন তহবিল দেবে না সরকার, ঘুরে দাঁড়ানো আরও কঠিন
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টি-টোয়েন্টি ফাইনাল ম্যাচ-কখন, কোথায়-দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চাপে ভারত-খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে আয়ারল্যান্ড, দেখুন স্কোর-LIVE
- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি নিয়ে নতুন তথ্য বিএমডির
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-২০ ম্যাচ: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন