ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
আগামী সপ্তাহে যাত্রা শুরু পাঁচ সম্মিলিত ইসলামী ব্যাংকের: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে দেশের পাঁচটি সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এই তথ্য জানান। একইসঙ্গে দেশের ব্যাংক খাতের স্থিতিশীলতা নিয়ে কঠোর সতর্কবার্তা দেন গভর্নর।
ড. মনসুর বলেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে দেশের ব্যাংক খাত সংকটে পড়েছিল। তিনি ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রমে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয় বলে জোরালো মন্তব্য করেন এবং বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা প্রয়োজন বলে দাবি করেন। এ জন্য তিনি রাজনৈতিক নেতৃত্বের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করেন।
গভর্নর আরও সতর্ক করে বলেন, বর্তমান খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়তে পারে। তাই ব্যাংক খাতের বর্তমান সংকট পুরোপুরি কাটাতে প্রায় ১০ বছরের বেশি সময় লাগতে পারে।
দেশের ডলার পরিস্থিতি ও আমদানি প্রসঙ্গে গভর্নর জানিয়েছেন, দেশে বর্তমানে ডলার সংকট নেই, তাই প্রয়োজনমতো আমদানি করা সম্ভব। তিনি বলেন, “রমজানকে সামনে রেখে আমদানিতে কোনো শঙ্কা নেই। অধিকাংশ পণ্যের আমদানি আগের তুলনায় বেশি হয়েছে।”
ড. মনসুর আরও উল্লেখ করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলারের এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করা হয়েছে, এবং এতে ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে। তিনি নিশ্চিত করেন যে ব্যাংকিং খাতে আমদানি কার্যক্রমে কোনো বাধা নেই। গভর্নরের ভাষ্য, “যদি কেউ আমদানি করতে না পারে, সেটি তার নিজের সমস্যা। আমদানির পরে অর্থ আনার দায়িত্ব ব্যবসায়ীদের।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন