ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

সময় এসেছে,তাওয়া গরম,দাবির লড়াই শুরু 

২০২৫ অক্টোবর ১৪ ১৯:৪১:৪৩

সময় এসেছে,তাওয়া গরম,দাবির লড়াই শুরু 

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিনবাজার) পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন করেছে। এই কর্মসূচির মাধ্যমে দলটি তাদের ৫ দফা দাবি আদায়ের প্রতিশ্রুতি দিয়েছে। মানববন্ধনে উপস্থিত নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দাবি আদায়ের জন্য যা করা প্রয়োজন, তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে। তিনি একটি প্রবাদ উদ্ধৃত করে বলেন, “তাওয়া গরম করছি। তাওয়া গরমে সময় লাগে, কিন্তু গরম হওয়ার পর যখন তাতে বুট দেবেন, তখন ফুটতে সময় লাগে না।”

তাহের আরও বলেন, জামায়াত চাঁদাবাজি বা দখলবাজি করে না; তাদের রাজনীতি জনগণের কল্যাণের জন্য। তিনি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রশাসনের বর্তমান অবস্থা এবং চলমান ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ ও সৎ লোকদের নিয়োগ দিতে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, সময়মতো সাবধান না হলে যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম জনগণের সামনে প্রকাশ করা হবে।

তিনি সম্প্রতি জনপ্রশাসনে এক সচিব নিয়োগ প্রসঙ্গে অভিযোগ করেন, পূর্বে আশ্বস্ত করা হয়েছিল কোনো দলীয় বা অসৎ লোক নিয়োগ দেওয়া হবে না, কিন্তু তা হয়নি। তিনি বলেন, “এক দিনের মধ্যেই এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীতের দুর্নীতির ইতিহাস দীর্ঘ এবং তিনি একটি দলের প্রতি সম্পূর্ণ অনুগত।”

জামায়াত নেতা অভিযোগ করেছেন, কিছু ঊর্ধ্বতন পুলিশ ও সিভিল কর্মকর্তা দলীয় লোকদের গুরুত্বপূর্ণ পদে বসানোর জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করছেন। এর ফলে দেশের নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনের সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, এহসানুল মাহবুব জোবাবয়ের ও আবদুল হালিম প্রমুখ।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত