ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ বনাম হংকং: একাদশে বড় পরিবর্তন,  জায়গা হয়নি যাদের

২০২৫ অক্টোবর ১৪ ১৭:৪১:৩৯

বাংলাদেশ বনাম হংকং: একাদশে বড় পরিবর্তন,  জায়গা হয়নি যাদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সন্ধ্যা ৬টায় হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে। গত ৯ অক্টোবর ঢাকায় হোম ম্যাচে হংকংয়ের সঙ্গে খেলা হয়েছিল, চার দিন পর আবারও মুখোমুখি হচ্ছে হামজারা।

দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। হোম ম্যাচে বিতর্কের মুখে পড়া আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে এবার শুরুর একাদশে রাখা হয়েছে। গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন, তবুও তাকে তার ‘প্রিয়’ হিসেবে একাদশে রেখেছেন কোচ। তবে সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিন আজ একাদশে নেই।

আগের ম্যাচে ইনজুরির কারণে দ্বিতীয়ার্ধে খেলা তপু বর্মণ এবার তার জায়গা ফিরে পেয়েছেন এবং অধিনায়কের আর্মব্যান্ডও পরেছেন। তপুর সঙ্গে জুনিয়র তপু শাকিল আহাদকেও একাদশে রেখেছেন কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও একাদশে রয়েছে।

গত ম্যাচে খেলা মোঃ সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ একাদশে নেই। মিডফিল্ডের চালিকাশক্তি হিসাবে হামজা চৌধুরির উপর দায়িত্ব থাকছে। আক্রমণভাগে রাকিব হোসেন ও মোরসালিন থাকছেন গত ম্যাচের মতোই।

অ্যাওয়ে ম্যাচ হলেও বাংলাদেশ সাদা জার্সি পরে খেলবে। ৯ অক্টোবরের হোম ম্যাচের আগে দুই দলের ম্যানেজারের মধ্যে সমঝোতা হয়েছে, যার ফলে বাংলাদেশ হোমে অ্যাওয়ের লাল জার্সি ও অ্যাওয়েতে হোমের সাদা জার্সি ব্যবহার করবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন, রাকিব হোসেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত