ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

বেসরকারি শিক্ষকদের যে অনুরোধ করলেন হাসনাত

২০২৫ অক্টোবর ১৪ ১৪:১৭:২৩

বেসরকারি শিক্ষকদের যে অনুরোধ করলেন হাসনাত

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ও অন্যান্য দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করলেও, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বুধবার তাদের ‘মার্চ টু সচিবালয়’ স্থগিত রেখে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীকে ফোন করে তিনি এই অনুরোধ জানান।

শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে অধ্যক্ষ আজিজী মাইকে ঘোষণা দেন, “এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ আমাদের পাশে সবসময় ছিলেন। তিনি জানিয়েছেন, সচিবালয়ে শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে মিটিং চলছে। সেখান থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। আমরা সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঠিক করব।”

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত