ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক নিয়ে ইসিতে কংগ্রেস ও এনসিপির টানাপোড়েন

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৫৮:৪৩

শাপলা প্রতীক নিয়ে ইসিতে কংগ্রেস ও এনসিপির টানাপোড়েন

নিজস্ব প্রতিবেদক:‘শাপলা’ প্রতীককে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চলছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ কংগ্রেস দলের টানাপোড়েন। এনসিপি প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় অবস্থানে থাকলেও, ইসি বিভিন্ন যুক্তি তুলে ধরে তা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এর মধ্যেই নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসও শাপলা প্রতীক পাওয়ার জন্য কমিশনে আবেদন করেছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ কংগ্রেস দলের মহাসচিব মো. ইয়ারুল ইসলামের পক্ষে দপ্তর সম্পাদক তুষার রহমান নির্বাচন কমিশনে সশরীরে আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে দলটি তাদের বর্তমান প্রতীক ‘ডাব’ পরিবর্তন করে ‘শাপলা’ গ্রহণের অনুরোধ জানায়।

বাংলাদেশ কংগ্রেসের দাবি, ২০১৩ সালে দলটির প্রতিষ্ঠার পর থেকেই তারা শাপলা ফুলকে রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র, লোগো, ব্যানার ও পোস্টারসহ সব জায়গায় শাপলার ব্যবহার ছিল। তবে ২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানায়, শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

কমিশনের সেই সিদ্ধান্তে সম্মতি জানিয়ে কংগ্রেস দল ‘বই’ প্রতীক চেয়ে আবেদন করেছিল। যদিও আবেদনপত্র ও অন্যান্য দলীয় উপস্থাপনায় শাপলার উপস্থিতি ছিল স্পষ্ট, যা দলটির আদর্শ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। পরে আদালতের নির্দেশে দলটির নিবন্ধন নিশ্চিত হয় এবং ‘বই’ প্রতীক চাওয়া সত্ত্বেও গেজেটভুক্ত না থাকায় শেষ পর্যন্ত দলটিকে ‘ডাব’ প্রতীক দেওয়া হয়।

বর্তমানে এনসিপি ও কংগ্রেস—দুই দলই শাপলা প্রতীকের দাবিদার হওয়ায় বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের ওপর চাপ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত