ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখবেন যেভাবে

২০২৫ অক্টোবর ১১ ১৮:১০:১৯

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ফরম্যাট বদলের সঙ্গে বদলে গেছে দলের পারফরম্যান্সও। প্রথম ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। এই দুজনের বদলে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। অর্থাৎ, একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হার থেকে ফিরে প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছে। প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে হেরেছে টাইগাররা, তাই সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচ জেতা জরুরি।

সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি।

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় ফিরেছেন রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান। অর্থাৎ বাংলাদেশ এক পেসারের বদলে এক জন স্পিনার বাড়িয়েছে।

বাংলাদেশ :

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান :

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার, বশির আহমেদ।

সরাসরি খেলা দেখুন এই লিঙ্কে

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

আজকের মুদ্রার বিনিময় হার (১১ অক্টোবর)

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও দিনদিন বেড়ে চলেছে। দেশের ব্যবসা-বাণিজ্যকে সুষ্ঠু রাখতে এবং মুদ্রা... বিস্তারিত