ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২
৫৮০ এলপিজি বি'স্ফোরণে ২০ কোটি টাকার বেশি ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে দেশে গ্যাস ও এলপিজি সিলিন্ডার–সংক্রান্ত অগ্নিকাণ্ডে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল।
তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এলপিজি বিস্ফোরণ ও গ্যাসজনিত অগ্নিকাণ্ডের সংখ্যা ৫৮০ ছাড়িয়েছে, আর এসব ঘটনায় ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ কোটি টাকারও বেশি। সব মিলিয়ে এ ধরনের অগ্নিকাণ্ডের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০টির মতো।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে অংশ নিয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ডিজি জাহেদ কামাল জানান, উদ্ধার তৎপরতার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৯৫ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে, যদিও এই অভিযানে বহু ফায়ার ফাইটার আহত হয়েছেন। সম্প্রতি একটি কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় তিনজন সহকর্মী শাহাদত বরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এলপিজির ব্যবহার দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারিত হবে। তাই নিরাপত্তা নিশ্চিতে এখন থেকেই বাড়তি সতর্কতা ও সচেতনতা জরুরি। “ব্যবহার যত বাড়বে, ঝুঁকিও তত বাড়বে। তাই সাধারণ মানুষ ও অপারেটর—সবাইকে প্রশিক্ষিত ও সতর্ক হতে হবে” বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।
এ সময় তিনি জানান, স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে অগ্নিনিরাপত্তা জ্ঞান ছড়িয়ে দিতে ইতোমধ্যে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত শিক্ষাক্রমে অগ্নিনিরাপত্তা বিষয়ক পাঠ সংযোজনের জন্য একটি লেসন প্ল্যান জমা দেওয়া হয়েছে, যা ২০২৬ সালের বইয়ে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, তিনি জানান, তৈরি পোশাক খাতে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ফলে যেভাবে দুর্ঘটনা কমেছে, ঠিক তেমনি এলপিজি খাতেও সমন্বিত প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে ৫৩৭টি প্রশিক্ষণ স্টেশন চালু রয়েছে, যা ধীরে ধীরে ৯৯৭টিতে উন্নীত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ প্রমুখ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)