ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পোস্টাল ভোটারদের জন্য নতুন নির্দেশনা ইসির

২০২৬ জানুয়ারি ২০ ১১:১৪:৫৫

পোস্টাল ভোটারদের জন্য নতুন নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহী ভোটারদের জন্য নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট সংক্রান্ত হালনাগাদ তথ্য ও জরুরি বার্তা সময়মতো পাওয়ার সুবিধার্থে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের একটি নির্দিষ্ট সেটিংস সক্রিয় করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।

ইসি জানায়, যারা ইতোমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের অবশ্যই অ্যাপে তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়ার ব্যবস্থা চালু রাখতে হবে। এজন্য ‘Postal Vote BD’ অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নিতে বলা হয়েছে। এতে ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা, সময়সূচি বা বার্তা কোনোভাবেই ভোটারদের চোখ এড়াবে না।

নির্বাচন কমিশনের তথ্যমতে, চলতি নির্বাচনে দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য সফলভাবে নিবন্ধন করেছেন। এরই মধ্যে প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অভ্যন্তরে নিবন্ধিত পোস্টাল ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হবে বলে জানানো হয়। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রবাসী ও কর্মব্যস্ত ভোটারদের অংশগ্রহণ আরও সহজ ও কার্যকর করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত