ঢাকা, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

ধ্বং’সা’ত্মক ‘হালোং’ টাইফুনের হা’না, জাপানে বিপ’র্যয়ের আশঙ্কা

২০২৫ অক্টোবর ০৯ ১৫:৪২:০০

ধ্বং’সা’ত্মক ‘হালোং’ টাইফুনের হা’না, জাপানে বিপ’র্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:জাপান আবারও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। ‘হালোং’ নামের ভয়াবহ এক টাইফুনে কাঁপছে দেশটির ইজু দ্বীপপুঞ্জ। বৃহস্পতিবার, ৯ অক্টোবর, টাইফুনটি সরাসরি আঘাত হানে দ্বীপ অঞ্চলে। এর প্রভাবে রাত থেকেই শুরু হয়েছে প্রবল ঝড়ো হাওয়া ও টানা ভারি বর্ষণ। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, তীরবর্তী এলাকায় বিশালাকৃতির ঢেউ আছড়ে পড়ছে অবিরত, যা জনজীবনে মারাত্মক ভয়ের পরিবেশ তৈরি করেছে।

দেশটির একাধিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, জাপানের আবহাওয়া অধিদপ্তর (জেএমএ) টাইফুন ‘হালোং’-এর কারণে বিপদজনক পরিস্থিতির আশঙ্কা করছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের সম্ভাবনার কথা মাথায় রেখে জেএমএ বিশেষ সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান টাইমস জানায়, বুধবার থেকেই দ্বীপ অঞ্চলের বাসিন্দাদের পূর্ব সতর্কতা হিসেবে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় অবস্থান করা মাছ ধরা নৌকা ও বড় জাহাজগুলোকে দ্রুত তীরে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়।

আবহাওয়াবিদদের ধারণা, টাইফুন হালোং-এর গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই তীব্র গতির কারণে দ্বীপপুঞ্জে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির জরুরি সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী দল ও জরুরি পরিষেবা কর্মীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে যাতে দ্রুত প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়।

জাপানে প্রতি বছরই একাধিক টাইফুন আঘাত হানে, তবে হালোংকে চলতি বছরের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব ঘূর্ণিঝড়ের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। তাই শুধু চলমান ঝড় নয়, ভবিষ্যতেও জাপানের মতো উপকূলীয় ও দ্বীপ দেশগুলোর জন্য এ ধরনের দুর্যোগ আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত