ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় সমঝোতা স্বাক্ষর

২০২৫ অক্টোবর ০৯ ০৯:৩৯:২৪

ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় সমঝোতা স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে গাজা সংকটের সমাধানের পথে বড় অগ্রগতি দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের প্রথম ধাপে একমত হয়েছে। প্রথম ধাপের এই সমঝোতা অনুযায়ী নির্দিষ্ট শর্তাবলী বাস্তবায়ন শুরু হলে বেশ কিছু ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবে, এবং ইসরায়েল তার সেনা নির্দিষ্ট সীমারেখা পর্যন্ত প্রত্যাহার করবে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে। খুব শিগ্রই সব জিম্মি মুক্তি পাবে।’ তিনি আরও জানিয়েছেন, আলোচনাগুলো অত্যন্ত ভালোভাবে এগোচ্ছে এবং সম্ভবত সপ্তাহের শেষ দিকে মধ্যপ্রাচ্যে সফর করবেন।

মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, চুক্তির বিস্তারিত বিষয় পরে প্রকাশ করা হবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সব শর্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে। এতে যুদ্ধের অবসান, ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খোলা হবে। বিস্তারিত পরে জানানো হবে।’

বুধবার মিশরের লোহিত সাগর তীরবর্তী রিসোর্ট শহর শার্ম আল-শেখে তৃতীয় দিনের আলোচনায় কাতার, তুরস্ক, মিশর ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সেখানে ট্রাম্পের ২০ দফা প্রস্তাব নিয়ে উভয়পক্ষের মতপার্থক্য দূর করার চেষ্টা করা হয়।

পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং গাজায় আটক ৪৮ জন ইসরায়েলি বন্দির মুক্তি (যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে) এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির কথা বলা হয়েছে। হামাস ইতোমধ্যেই তাদের বন্দিদের তালিকা জমা দিয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত