ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
জনসচেতনতা অপরাধ কমাতে পুলিশের শক্তি: জাহাঙ্গীর আলম
.jpg)
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে পুলিশের ওপর বিভিন্ন হামলার ঘটনা সাম্প্রতিক মাসগুলোতে বাড়লেও, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মনে করেন, এসব হামলা প্রতিহত করতে জনগণই যথেষ্ট।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে ডিএমপির বিভিন্ন থানার হাতে ২০টি নতুন পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারকে সাম্প্রতিক সময়ে আক্রান্ত করার ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ জানিয়েছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের পুলিশে হামলার সংখ্যা সামগ্রিকভাবে আগের তুলনায় অনেকটা কমে এসেছে। তবে নরসিংদীর ঘটনার মতো কিছু ঘটনা ঘটে। তিনি আরও জানান, যদি মিডিয়া ও জনগণ দেখেন যে কাজগুলো ভালো হচ্ছে না, তখন তারাই এসব ঘটনা প্রতিহত করতে যথেষ্ট।
পুলিশের যানবাহন ও আবাসন সংক্রান্ত সমস্যার বিষয়ে তিনি বলেন, আপাতত ২০টি পিকআপ ভ্যান দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও গাড়ি কেনা হবে। তিনি পুলিশের যানবাহনের তীব্র ঘাটতি থাকা স্বত্ত্বেও প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের আন্তরিক প্রচেষ্টায় সরকারি উদ্যোগে এই ব্যবস্থা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন।
ডিএমপির ৫০টি থানার মধ্যে ২৫টি ভাড়ায় পরিচালিত হচ্ছে। এদের মধ্যে ৫টি থানার ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই স্থাপন করা হয়েছে। দ্রুত আরও দুটি থানার কাজ সম্পন্ন হবে এবং ধাপে ধাপে অন্যান্য থানার উন্নয়নও করা হবে।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ২৪৪ জনকে গ্রেফতারের পর এই ধরনের মিছিলের সংখ্যা কমেছে। গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে এটি আরও হ্রাস পাবে এবং একসময় নির্মূল হবে।
তিনি বলেন, অপরাধীর সংখ্যা অনেকাংশে কমে এসেছে। নির্বাচনের সময় আরও বেশি মনোযোগ থাকায় এ ধরনের অপরাধের হার আরও কমবে। নির্বাচনের সফলতা নির্ভর করছে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়ের ওপর, এবং তাদের সহযোগিতাই সবচেয়ে বেশি প্রয়োজন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি