ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
টিসিবির কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন জানিয়েছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিএইসিসিতে অনুষ্ঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়ামে অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এই তথ্য প্রকাশ করেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেছেন, সমাজে বৈষম্য বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন আন্দোলন হয়েছে, যা নীতি পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব।
কর সংক্রান্ত বিষয়ে তিনি উল্লেখ করেন, প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, তবে এর সঠিক প্রয়োগ সর্বাধিক গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, চলতি অর্থনৈতিক মন্দার মধ্যেও গত ডিসেম্বর মাসে ব্যাংকগুলি অনৈতিকভাবে লাভ করেছে, যা খতিয়ে দেখা উচিত।
সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ভ্যাট বৃদ্ধি নিয়ে সমালোচনা করেন।
তিনি বলেন, "আমরা অবাক হয়েছি কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহের জন্য কার্যকর পরিকল্পনার অভাব রয়েছে এবং যারা কর দেয় না তাদের সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা আমাদের উদ্বিগ্ন করেছে।"
তিনি উল্লেখ করেন, কৃষকের ফসলের মূল্য পাচ্ছে না, আর সামাজিক সুরক্ষা সংকটময় অবস্থায় রয়েছে। এছাড়া, রেকর্ড পরিমাণ আমন উৎপাদন সত্ত্বেও সংগ্রহ অভিযানে সাফল্য পাওয়া যাচ্ছে না, এবং আগে যে দুর্নীতি ছিল তা এখনও বিদ্যমান।
ড. দেবপ্রিয় প্রশ্ন করছেন, "এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে?"
তিনি বলেন, সুষম ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে যে ধরনের প্রশাসনিক কাঠামো ও সংস্কার প্রয়োজন, সে ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা পাওয়া যাচ্ছে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ