ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২
বাধা উপেক্ষা করে গাজার পথে ত্রাণবাহী নতুন নৌবহর

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন করে সমুদ্রযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রীবাহী ৯টি নৌযানের বহরটি বর্তমানে ভূমধ্যসাগরে গাজার উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। স্বেচ্ছাসেবী ও ক্রু মিলিয়ে এক শতাধিক মানুষ এই অভিযানে অংশ নিচ্ছেন।
এফএফসি গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের ফ্লোটিলা বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (প্রায় ২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছে। ইসরায়েলি নৌবাহিনী কিছু দিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো যেখান থেকে আটক করেছিল, নতুন বহরটি এখন সেই এলাকার কাছাকাছি রয়েছে।”
অবরুদ্ধ গাজায় খাদ্য ও ত্রাণ পাঠানোর লক্ষ্যে চলতি বছরের আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছিল এফএফসি। ৪৩টি নৌযানের সেই মিশনে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের ৫০০ জন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী ও স্বেচ্ছাসেবী। তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও।
৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে রওনা হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর একে একে সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় ক্রু ও অভিযাত্রীদের, নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। কয়েকজনকে এখনও আটক রাখা হয়েছে, আর বাকিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে গ্রেটা থুনবার্গসহ শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে।
এফএফসির সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেছে, “আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।” তাদের এই নতুন নৌবহরই এখন অবরুদ্ধ গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আশা জাগাচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি