ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
বাধা উপেক্ষা করে গাজার পথে ত্রাণবাহী নতুন নৌবহর
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে নতুন করে সমুদ্রযাত্রা শুরু করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খাদ্য, ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রীবাহী ৯টি নৌযানের বহরটি বর্তমানে ভূমধ্যসাগরে গাজার উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। স্বেচ্ছাসেবী ও ক্রু মিলিয়ে এক শতাধিক মানুষ এই অভিযানে অংশ নিচ্ছেন।
এফএফসি গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের ফ্লোটিলা বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (প্রায় ২৭৭ কিলোমিটার) দূরে অবস্থান করছে। ইসরায়েলি নৌবাহিনী কিছু দিন আগে আমাদের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো যেখান থেকে আটক করেছিল, নতুন বহরটি এখন সেই এলাকার কাছাকাছি রয়েছে।”
অবরুদ্ধ গাজায় খাদ্য ও ত্রাণ পাঠানোর লক্ষ্যে চলতি বছরের আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বড় ধরনের অভিযানের ঘোষণা দিয়েছিল এফএফসি। ৪৩টি নৌযানের সেই মিশনে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের ৫০০ জন মানবাধিকারকর্মী, রাজনীতিবিদ, আইনজীবী ও স্বেচ্ছাসেবী। তাদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাও।
৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে রওনা হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তবে গাজার জলসীমার কাছাকাছি পৌঁছানোর পর একে একে সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক করা হয় ক্রু ও অভিযাত্রীদের, নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে। কয়েকজনকে এখনও আটক রাখা হয়েছে, আর বাকিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে গ্রেটা থুনবার্গসহ শতাধিক অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে।
এফএফসির সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেছে, “আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।” তাদের এই নতুন নৌবহরই এখন অবরুদ্ধ গাজাবাসীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আশা জাগাচ্ছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- চট্টগ্রাম বনাম রংপুরের ম্যাচটি শেষ: জানুন ফলাফল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ: দেখে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- শেয়ারবাজারে নতুন নামে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি