ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
কালোটাকার প্রভাবে পরিবেশ ধ্বংস হচ্ছে: রেহমান সোবহান

ডুয়া নিউজ: অতি মুনাফা ও বাজার অর্থনীতির প্রভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেহমান সোবহান।
তিনি বলেন, বাজার অর্থনীতির কারণে জমির মূল্য অস্বাভাবিকভাবে বেড়েছে, যার ফলে নদী, জলাভূমি এবং বনভূমি দখল করে আবাসন নির্মাণ করা হচ্ছে। এর ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং কালোটাকার প্রভাবও এর জন্য দায়ী।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) ২৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রেহমান সোবহান এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, দেশের বিদ্যমান আইন ও আন্তর্জাতিক নিয়মসমূহ মানলে পরিবেশ সুরক্ষা সম্ভব। তবে আইন বাস্তবায়নে ঘাটতি থাকার কারণে সঠিক পরিবেশ সুরক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ জন্য সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে বিশেষ কমিশন গঠন করাও জরুরি।
রেহমান সোবহান পরিবেশ ধ্বংস করে এমন প্রকল্প থেকে সরে আসার কথা বলার পাশাপাশি বলেন, উন্নয়ন সবসময় পরিবেশের বিরুদ্ধে রাখা হয়েছে। উদাহরণ হিসেবে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের জ্বালানি সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেছিলেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। বহু সাধারণ মানুষ উদ্বাস্তু হয়েছে এবং প্রকৃত পরিবেশে ক্ষতিসাধন হয়েছে।
কর্মসূচির সহায়ক হিসেবে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছেন, তবে গুরুত্বপূর্ণ এই ইস্যুতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন বেনের প্রতিষ্ঠাতা ও বাপার সহসভাপতি নজরুল ইসলাম।
সম্মেলনের প্রথম দিনেই পরিবেশ রক্ষার সংগ্রাম, নদী ও পানি ব্যবস্থাপনা, এবং বিভিন্ন ধরনের দুষণ নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনগুলোতে স্থায়িত্বশীল নগরায়ন, জ্বালানি, বিদ্যুৎ ও জলবায়ু পরিবর্তন এবং আদিবাসীদের অধিকার নিয়ে আলোচনা চলবে। সম্মেলনের শেষে সবার মতামতের ভিত্তিতে কিছু প্রস্তাব গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৯ কোম্পানি
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন