ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

বাংলাদেশে টিকটকের নতুন ফিচার স্টেম ফিড চালু

২০২৫ অক্টোবর ০৬ ২২:০১:৩৪

বাংলাদেশে টিকটকের নতুন ফিচার স্টেম ফিড চালু

প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (STEM) শিক্ষা আরও সহজলভ্য করতে টিকটক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে চালু হলো নতুন ফিচার স্টেম ফিড (STEM Feed)। এটি টিকটক অ্যাপের একটি স্বতন্ত্র ডিজিটাল ফিড, যেখানে শুধুমাত্র বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতবিষয়ক কনটেন্ট পাওয়া যাবে।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে নতুন ফিচারটির উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, টিকটক প্রতিনিধিসহ শিক্ষাবিদ, কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা জানান, স্টেম ফিড বাংলাদেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল মাধ্যমে শিক্ষার নতুন সুযোগ এনে দেবে। বিশেষ করে শহর, গ্রাম ও সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষার্থীদের জন্য এটি হবে সমানভাবে কার্যকর একটি শিক্ষা প্ল্যাটফর্ম।

টিকটকের পক্ষ থেকে জানানো হয়, এই ফিচারের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই নির্ভরযোগ্য ও মানসম্পন্ন স্টেম কনটেন্টে প্রবেশাধিকার পাবে। এছাড়া #STEMTok নামে একটি বিশেষ হ্যাশট্যাগ চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষক, বিশেষজ্ঞ ও কনটেন্ট ক্রিয়েটররা স্থানীয় ভাষায় শিক্ষামূলক ভিডিও তৈরি ও শেয়ার করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ডিজিটাল শিক্ষার লক্ষ্য অর্জনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন শিক্ষা সম্প্রসারণে অন্তর্ভুক্তি, শিক্ষকদের সহায়তা ও নিরাপদ কনটেন্টের গুরুত্ব তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফারুকী বলেন, বাংলাদেশের তরুণরা কৌতূহলী ও সৃজনশীল। এই সৃজনশীলতাকে নিরাপদ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা গেলে উদ্ভাবন ও সমাধানের চর্চা সম্ভব। টিকটকের স্টেম ফিডের মতো উদ্যোগ শিক্ষাকে আকর্ষণীয় করে তুলবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান পৌঁছে দেবে দেশের প্রতিটি প্রান্তে।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশন্স প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, স্টেম ফিড বাংলাদেশে শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও নিরাপদ করবে। আমরা সরকার, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কাজ করতে চাই যেন এই প্ল্যাটফর্ম ডিজিটাল অন্তর্ভুক্তি ও তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখে।

নিরাপদ ব্যবহারের জন্য টিকটক এনেছে বিভিন্ন সুরক্ষা টুল যেমন ফ্যামিলি পেয়ারিং ফিচার, টাইম-অ্যাওয়ে শিডিউল, টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি ইত্যাদি। এই টুলগুলো ব্যবহারকারীদের সুস্থ ডিজিটাল অভ্যাস গঠনে সহায়ক হবে।

টিকটকের গ্লোবাল কমিউনিটি গাইডলাইন অনুযায়ী পরিচালিত এই ফিডে থাকবে শুধুমাত্র বয়স-উপযোগী ও শিক্ষামূলক কনটেন্ট, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

ডিজিটাল শিক্ষার অগ্রযাত্রায় এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠান ও তরুণ নির্মাতাদের যৌথ উদ্যোগে টিকটকের স্টেম ফিড শিক্ষা বৈষম্য কমাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, টিকটক একটি বৈশ্বিক শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর লস অ্যাঞ্জেলেসে। প্রতিষ্ঠানটির অফিস রয়েছে নিউইয়র্ক, লন্ডন, প্যারিস, বার্লিন, দুবাই, সিঙ্গাপুর, জাকার্তা, জোহানেসবার্গ, সিওল ও টোকিওসহ বিশ্বের বিভিন্ন শহরে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

আজকের (১০ অক্টোবর) মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিদেশি মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিনের লেনদেনে ব্যবসায়ী... বিস্তারিত