ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
৫২ সপ্তাহের নতুন রেকর্ডে ৮ কোম্পানির শেয়ার

মোবারক হোসেন: দীর্ঘ মন্দার ধাক্কা সামলে অবশেষে প্রাণ ফিরছে শেয়ারবাজারে। বিনিয়োগকারীদের মুখে এখন আশার হাসি, কারণ সপ্তাহের প্রথম কার্যদিবসেই দেখা গেছে এক ঝলক ‘বুল রান’-এর রঙ! রবিবার (৫ অক্টোবর) দিনে আট কোম্পানির শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে, যা বাজারে নতুন উদ্দীপনা ছড়িয়েছে।
শেয়ারবাজার বিশ্লেষকেরা বলছেন, গত কয়েক মাস ধরে শেয়ারবাজারে যে মন্দা ভাব বিরাজ করছিল, সেই ঘন কুয়াশা ভেদ করে সূর্যের মতো উঁকি দিচ্ছে আশাবাদ। বিশেষ করে ভালো পারফরম্যান্স ও শক্ত আর্থিক ভিত্তির কিছু কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ঝোঁক বাড়ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দুর্বল ও খারপর পারমেন্সের কোম্পানির শেয়ার বুল রানের তালিকায় যুক্ত হচ্ছে, যা বাজারকে মাঝে মধ্যেই ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।
আজকের আলোচিত তালিকায় রয়েছে— সিভিও পেট্রোকেমিক্যাল, কেঅ্যান্ডকিউ, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, সাপোর্ট ও সোনালী পেপার। এই কোম্পানিগুলোর শেয়ারের দামে এমন উল্লম্ফন দেখা গেছে, যা অনেক বিনিয়োগকারীকেই চমকে দিয়েছে। তবে কোম্পানিগুলোর বেশিরভাগই ঝুঁকির শেয়ার, এমনটাই বলছেন বাজার সংশ্লিষ্টরা।
রবিবারের লেনদেন শেষে দেখা গেছে, সিভিও পেট্রোকেমিক্যালের দাম উঠেছে ১৯২ টাকা ৫০ পয়সায়, কেঅ্যান্ডকিউ দৌড়েছে ৪২৬ টাকা ৯০ পয়সায়, প্রগতি ইন্স্যুরেন্স পৌঁছেছে ৭০ টাকা ৭০ পয়সায়, প্রগতি লাইফ এর দাম ২৪২ টাকা ৩০ পয়সা, সাপোর্ট এর শেয়ার ৪৩ টাকা ২০ পয়সা, আর সোনালী পেপার ছুঁয়েছে ৩০২ টাকা ১০ পয়সা—সবই ৫২ সপ্তাহের নতুন রেকর্ড!
বাজার সংশ্লিষ্টদের মতে, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে এই শেয়ারগুলো লেনদেনের পেছনে সরাসরি মৌলভিত্তি শক্তির চেয়ে কারসাজি ও অস্বাভাবিক লেনদেনের প্রভাব বেশি প্রমাণিত হচ্ছে। এই ধরনের আচমকা উত্থান অনেক বিনিয়োগকারীর জন্য হঠাৎই আকর্ষণীয় মনে হলেও, অনেকেই সতর্ক—কারণ এর পেছনে বাজারের স্বাভাবিক গতি নয়, নির্দিষ্ট কর্মকাণ্ড ও লেনদেনের ছাপ দেখা যাচ্ছে।
একজন অভিজ্ঞ ব্রোকার বলেন, “বাজারে এতটা হঠাৎ উল্লম্ফন বহুদিন পর দেখা যাচ্ছে। বিনিয়োগকারীদের উচিত এখন ধীরে ধীরে এবং সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া—অস্থির শেয়ার থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ।”
তিনি আরও বলেন, “এখন বড় দাম বৃদ্ধির প্রায় সব শেয়ারই স্বাভাবিক দাম বৃদ্ধি নয়। এর পেছনে অনেক সময় হয় বাজারে কারসাজি বা স্বল্প-মেয়াদি লেনদেনের প্রভাব। বিনিয়োগকারীদের উচিত শুধুমাত্র রেকর্ড ভেঙে যাওয়া দামে আকৃষ্ট না হয়ে সতর্কভাবে বিশ্লেষণ করা।”
বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, হঠাৎ দামের এই উত্থান স্বাভাবিক বাজার চক্রের অংশ নয়, বরং কারসাজি বা বাজারে স্বল্প-মেয়াদি প্রভাব বিস্তারের ফল। তাই বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগে রিপোর্ট, ডিভিডেন্ড ইতিহাস এবং বাজারের সাম্প্রতিক কার্যক্রম খতিয়ে দেখা জরুরি।
সব মিলিয়ে, সপ্তাহের শুরুতেই ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামে শেয়ার লেনদেনের এই ঘটনা বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস ও আশাবাদের সঙ্গে সতর্কতার মিশ্রণ তৈরি করেছে। অনেকেই বলছেন, “এমন হঠাৎ লাফের পেছনে যদি প্রকৃত কারণ না জানা যায়, তাহলে সামনে বাজার আরও অস্থির হতে পারে।”
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে