ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

এবার গা'জা গণহত্যার বিরুদ্ধে মুখ খুললেন পেপ গার্দিওলা

২০২৫ অক্টোবর ০৫ ১২:৫৫:২৯

এবার গা'জা গণহত্যার বিরুদ্ধে মুখ খুললেন পেপ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা গাজায় চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে বার্সেলোনায় রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। নিজের জন্মস্থান বার্সেলোনায় আয়োজিত প্রো-গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, “আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি।”

৫৪ বছর বয়সী স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “গাজায় হাজার হাজার শিশু ইতোমধ্যেই মারা গেছে, আরও অনেকের মৃত্যু আসন্ন। মানুষ আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করছে। কেবল সংগঠিত নাগরিক সমাজই জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে।”

তিনি আরও যোগ করেন, “৪ অক্টোবর দুপুর ১২টায় আমরা বার্সেলোনার হারদিনেতস দে গ্রাসিয়া-তে রাস্তায় নামব, গণহত্যা বন্ধের দাবিতে।” গার্দিওলার এই ভিডিও সামাজিক মাধ্যম এক্স-এ (আগের টুইটার) ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে।

এর আগে গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন গার্দিওলা। গত জুনে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের সময় তিনি বলেছিলেন, “চার বছরের শিশুকে যখন হত্যা করা হয় বা হাসপাতাল ধ্বংস হয়, তখন এটা জীবন ও মানবতার প্রশ্ন। আমি প্রতিদিন আমার সন্তানদের দেখি, তখনই গাজার শিশুদের কথা মনে পড়ে।”

ফুটবল দুনিয়ার আরও অনেকে গাজার মানুষের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। ২৯ সেপ্টেম্বর ৫০ জন পেশাদার ফুটবলার উয়েফাকে আহ্বান জানান, ইসরায়েলকে সব প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করতে। তালিকায় আছেন শেইখ দুকুরে, হাকিম জিয়াচ, আনোয়ার এল গাজি, স্যাম মরসি এবং নাইজেল পিয়ারসন।

এছাড়া ৩ অক্টোবর আথলেতিক ক্লাব বিলবাও ঘোষণা করেছে, তারা সান মামেস স্টেডিয়ামে মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে একদল ফিলিস্তিনি শরণার্থীকে আমন্ত্রণ জানাবে। শুক্রবার ওসাসুনা–গেতাফে ম্যাচেও ইসরায়েলবিরোধী প্রতিবাদ দেখা গেছে; ১০তম মিনিটে দর্শকেরা টেনিস বল ছুঁড়ে প্রতিবাদ জানান, ফলে ম্যাচ সাময়িকভাবে বন্ধ হয়।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত