ঢাকা, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

২০২৫ অক্টোবর ০৪ ১৪:৪১:০৩

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ১১৪২টি ডট বল দেওয়ার কীর্তি গড়েছেন। এ তালিকায় তিনি পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদিকে, যার ডট বল সংখ্যা ১১৩৮।

শারজায় শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে আফগানদের বিপক্ষে দুই ম্যাচেই চার ওভার করে বল করেছেন মোস্তাফিজ। এর মধ্যে ৪৮ বলে ১৭টি ডট দেন তিনি। প্রথম ম্যাচে ২৪ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট ও করেছিলেন ১০ ডট। তবে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৪০ রান খরচ করলেও শেষের দিকে নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে বাংলাদেশ আফগানদের ১৫০ রানের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়। শেষ পাঁচ ওভারের মধ্যে দুই ওভারে চারটি ডট দেন মোস্তাফিজ, যদিও শেষ ওভারে নবির কাছে দুটি চার হজম করতে হয়েছে তাঁকে।

ডট বলের এই রেকর্ড গড়ার মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন সাউদিকে। তবে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় মোস্তাফিজ এখনও তিন নম্বরে আছেন ১৫২ উইকেট নিয়ে। সবার ওপরে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (১৭৯), আর সাউদির উইকেট সংখ্যা ১৬৪।

অন্যদিকে বাংলাদেশের সাকিব আল হাসানও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডট বল দেওয়া বোলারদের তালিকায় আছেন উপরের দিকে। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের ডট বল সংখ্যা ১০৭৮। তবে সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন।

এদিকে আফগানিস্তানের রশিদ খান ডট বল তালিকায় পাঁচ নম্বরে (৯৮৪ ডট) থাকলেও উইকেট শিকারে শীর্ষে রয়েছেন। চলমান সিরিজে তিনি এখন পর্যন্ত ৬ উইকেট নিয়েছেন ৫.৮৭ ইকোনমিতে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত