ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

স্থায়ীভাবে অবরোধ প্রত্যাহার করল জুম্ম ছাত্র-জনতা

২০২৫ অক্টোবর ০৪ ১০:৪৩:১২

স্থায়ীভাবে অবরোধ প্রত্যাহার করল জুম্ম ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পন্ন করা, আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া এবং প্রশাসনের আংশিক আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে আলোচনা করে। প্রশাসন আশ্বাস দেয় যে, উত্থাপিত দাবিগুলো বিবেচনা করা হবে এবং ইতোমধ্যে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসনের আংশিক আশ্বাসের পর ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা অবরোধ স্থায়ীভাবে বাতিল করা হলো। তবে ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর ও অনির্দিষ্টকালের আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করবে।

অন্যদিকে, ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের বাবার দোকান ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ৭০–৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ১৪৪ ধারা এখনও জারি আছে, তবে দিনের বেলা তা সিথিল থাকবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত