ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
স্থায়ীভাবে অবরোধ প্রত্যাহার করল জুম্ম ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পন্ন করা, আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া এবং প্রশাসনের আংশিক আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে আলোচনা করে। প্রশাসন আশ্বাস দেয় যে, উত্থাপিত দাবিগুলো বিবেচনা করা হবে এবং ইতোমধ্যে নিহতদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রশাসনের আংশিক আশ্বাসের পর ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা অবরোধ স্থায়ীভাবে বাতিল করা হলো। তবে ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর ও অনির্দিষ্টকালের আন্দোলনের পরিকল্পনা ঘোষণা করবে।
অন্যদিকে, ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলের বাবার দোকান ভাঙচুরের ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাত ৭০–৮০ জনকে আসামি করে মামলা হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ১৪৪ ধারা এখনও জারি আছে, তবে দিনের বেলা তা সিথিল থাকবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের