ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

ভেন্যু নিয়ে ট্রাম্পের হুমকি, ফিফার পাল্টা জবাব

২০২৫ অক্টোবর ০২ ১৮:৪৭:৪০

ভেন্যু নিয়ে ট্রাম্পের হুমকি, ফিফার পাল্টা জবাব

স্পোর্টস ডেস্ক: সালের ফুটবল বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রাজনীতির রঙ লাগল বিশ্ব ফুটবলে। ভেন্যু নিয়ে বিতর্কের কেন্দ্রে এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। তবে ফিফা জানিয়ে দিয়েছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই।

গত শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমরা যদি মনে করি কোনো শহর সামান্যতমও ঝুঁকিপূর্ণ, তাহলে সেখানে খেলা হতে দেব না। এতগুলো ভেন্যু আছে, প্রয়োজনে আমরা ম্যাচ সরিয়ে দেব। তবে আশা করি, সেটা করতে হবে না।”

ট্রাম্পের এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফিফার সহ-সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি। তিনি বলেন, “প্রতিবার যদি কোনো রাজনীতিক কিছু বলার পর আমাকে ব্যবস্থা নিতে হতো, তাহলে আমি নিজের কাজই করতে পারতাম না। বাস্তবতা হলো, আমরা ১৬টি ভেন্যুতেই মনোযোগী। এটা ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও ফিফার। বিশ্বনেতাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, ফুটবল তাদের ঊর্ধ্বে।”

বিশ্বকাপে হস্তক্ষেপের ইঙ্গিতই নয়, ট্রাম্প সরাসরি নিশানা করেছেন ডেমোক্র্যাটদের আধিপত্য থাকা সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোকে। তার ভাষায়, “এসব শহর চালাচ্ছে উগ্র বামপন্থীরা, যারা জানেই না তারা কী করছে।” এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে একই রকম পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এদিকে, বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে এ অনুষ্ঠান, যা বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচনাও বলে ধরা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত