ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

গা'জার জলসীমায় ঢুকেছে ফ্লোটিলার এক জাহাজ 

২০২৫ অক্টোবর ০২ ১২:৪৪:৩৫

গা'জার জলসীমায় ঢুকেছে ফ্লোটিলার এক জাহাজ 

আন্তর্জাতিক ডেস্ক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে অন্তত একটি ইতোমধ্যে গাজার জলসীমায় প্রবেশ করেছে, যদিও সেটি আটক হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ‘মিকেনো’ নামের নৌযানটি বর্তমানে গাজার ভেতরে অবস্থান করছে।

এদিকে, পেছনে আরও অন্তত দুই ডজন নৌকা গাজার উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরা সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্লোটিলারকে আটক করতে ইসরায়েলি কমান্ডো ইতোমধ্যেই বেশ কয়েকটি নৌকা আটক করেছে। তবে এখনো ২৪টি নৌকা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যার মধ্যে কিছু নৌকা গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।

এর আগে জানানো হয়েছিল, অন্তত ২৬টি নৌকা গাজার উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে। লাইভ ট্র্যাকার অনুসারে, এসব নৌকার মধ্যে কিছু নৌকা গাজার উপকূল থেকে প্রায় ৫০–৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত