ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নি'হত ১

২০২৫ অক্টোবর ০১ ১৮:৫০:০৮

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নি'হত ১

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মিরে সরকারের বিরোধী বিক্ষোভে অন্তত একজন নিহত হয়েছেন এবং পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত সপ্তাহে ৩৮ দফা দাবি সম্বলিত কর্মসূচি ঘোষণা করে পাকিস্তানি কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএসি)। এই দাবিগুলোর মধ্যে রয়েছে শাসকগোষ্ঠীর সুযোগ-সুবিধা বাতিল করা, ভারতের দিক থেকে আসা কাশ্মীরি অভিবাসীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিল করা এবং আজাদ কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্পের রয়্যালটি নিশ্চিত করা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রবিবার দুপুর থেকে আজাদ কাশ্মীরে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। সরকারি সূত্রের খবর, বুধবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকতে পারে।

ডন জানায়, মোবাইল ও ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও সোমবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। তারা মুজাফফরাবাদের নীলম ব্রিজ এলাকা ঘিরে বিক্ষোভ শুরু করেন। একই দিনে সরকারপন্থি রাজনৈতিক দল মুসলিম কনফারেন্স শান্তি মিছিল বের করলে নীলম ব্রিজের কাছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলম ব্রিজের আশেপাশে অবস্থানরত আওয়ামী অ্যাকশন কমিটির কর্মীরা শান্তি মিছিল পার হতে না দিয়ে রাস্তা খালি করার চেষ্টা করেন। তখনই মিছিলকারীরা তাঁদের ওপর গুলি চালানো শুরু করেন। এসময় মোহাম্মদ সুধির (৩০) নামে এক ক্রোকারি ব্যবসায়ীর গায়ে গুলি লাগে। তাকে দ্রুত সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে, মুদি দোকানদার মোহাম্মদ বাশারত (৫০) ছুরির আঘাতে আহত হন। তিনি অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা রাস্তা খালি করতে চাইছিল, কিন্তু হঠাৎই মিছিলকারীরা তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনার পর থেকে মুজাফফরাবাদের পরিস্থিতি থমথমে। গণপরিবহন বন্ধ, বাজার ও বেসরকারি দোকানপাট বন্ধ থাকলেও সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকলেও গ্রাহকের উপস্থিতি অত্যন্ত কম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত