ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
শাটডাউন আটকাতে পারল না যুক্তরাষ্ট্র , বিপাকে সাধারণ মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে আশঙ্কা সত্যি হলো—সাত বছরের ব্যবধানে আবারও শাটডাউনের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। বাজেট বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অচলাবস্থার কারণে ফেডারেল সরকারের কার্যক্রম স্থানীয় সময় মঙ্গলবার (ওয়াশিংটন ডিসি) মধ্যরাত থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে।
বিবিসি ও এএফপির খবরে বলা হয়েছে, সিনেটে ব্যয় বরাদ্দ বিল পাসের জন্য প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় কার্যত সরকারি কার্যক্রম স্থগিত হয়ে যায়। ভোটে ফলাফল দাঁড়ায় ৫৫-৪৫। এ ব্যর্থতার মধ্য দিয়েই শুরু হলো ২০১৮ সালের পর প্রথম শাটডাউন।
এর ফলে লাখো ফেডারেল কর্মী অবৈতনিক ছুটিতে যেতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নানা সরকারি কর্মসূচি ও পরিষেবায় স্থবিরতা নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট এবং ডেমোক্র্যাটদের মধ্যে মতপার্থক্য এই অচলাবস্থার মূল কারণ। ডেমোক্র্যাটরা ব্যয় বিলে অতিরিক্ত স্বাস্থ্যসেবা ভর্তুকি যুক্ত করার দাবি জানালেও রিপাবলিকানরা সেটি আলাদা করে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো পক্ষই সমাধানে পৌঁছাতে পারেনি।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে আরও জটিল করে তোলেন। ভোটের আগে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে ডেমোক্র্যাটদের সমর্থিত নানা কর্মসূচি বাতিল করা হবে এবং বিপুল সংখ্যক সরকারি কর্মীকে বরখাস্ত করা হবে। তার ভাষায়, “আমরা অনেক লোককে ছাঁটাই করবো, এর মধ্যে বেশিরভাগই হবে ডেমোক্র্যাট।”
বর্তমান পরিস্থিতির জন্য উভয় দলই একে অপরকে দোষারোপ করছে। তবে সাধারণ আমেরিকান নাগরিকদের আশঙ্কা, এই রাজনৈতিক দ্বন্দ্ব তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের ভোগান্তি বয়ে আনবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল