ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
বিতর্কিত সেই ১৫ ক্লাব ছাড়াই হবে বিসিবি নির্বাচন
.jpg)
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে ফের জটিলতা তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের কারণে প্রাথমিকভাবে বিসিবির খসড়া ভোটার তালিকা থেকে ১৫টি ক্লাবকে বাদ দেওয়া হয়। যদিও পরে তাদের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেওয়া হয়েছিল, তবে এবার হাইকোর্টের আদেশে ওই ক্লাবগুলোকে আবারও ভোটের বাইরে রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাইকোর্টে এই ক্লাবগুলোর ভোটাধিকার নিয়ে আপত্তি তুলে রিট করেন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে পারবে না—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা।
এই ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম ভাইকিংস ক্রিকেট একাডেমী। ক্লাবটির কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ইফতেখার রহমান মিঠুর, যিনি ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ। আদালতের এই আদেশের ফলে তার নির্বাচন প্রক্রিয়া থেকে ছিটকে যাওয়াও নিশ্চিত হয়েছে।
এদিকে, হাইকোর্টের নির্দেশনা এবং ১৫টি ক্লাবের কাউন্সিলরদের বাদ পড়া নিয়ে বিসিবি নির্বাচন ঘিরে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতোমধ্যেই ক্রিকেট প্রশাসনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- আর্থিক চাপ কাটাতে ভবন বিক্রি করছে শেয়ারবাজারের দুই প্রতিষ্ঠান