ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৩:০২:১৪

নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন প্রক্রিয়ার পথে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, সামনের কয়েক মাস বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশটির ইতিহাসে বিশেষ প্রভাব ফেলবে। তিনি আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের বারবার বাংলাদেশ সফরে আসার আহ্বান জানান, যাতে ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

সোমবার নিউইয়র্কের একটি হোটেলে রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে একটি শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলকে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বৈঠকে বলেন, “আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন হোক সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ। দীর্ঘ সময় ধরে অনেক ভোটার তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারেননি। এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করতে চাই এবং জনগণকে ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালাব। লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা।”

তিনি সতর্ক করে বলেন, “কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মহল নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। বিপুল অর্থের ব্যবহারের মাধ্যমে তারা নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে। এগুলো সুসংগঠিত, যা সবচেয়ে বিপজ্জনক।”

ড. ইউনূস জানান, গুরুত্বপূর্ণ খাতে সংস্কার নিশ্চিত করতে ১১টি কমিশন গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যেই প্রস্তাবিত সংস্কারগুলো পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। আশা করা হচ্ছে, জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রধান সাংবিধানিক সংস্কারগুলো অক্টোবরের মধ্যে খসড়া আকারে তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তা অনুমোদন করবে।

বৈঠকে মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা নিরাপত্তা খাতে সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক জন সিফটন বলেন, “সংসদ গঠনের পরও সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ প্রয়োজন।”

রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার আইনজীবী ক্যাথরিন কুপার, সিভিকাসের সাধারণ সম্পাদক মনদীপ তিওয়ানা, ফোর্টিফাই রাইটসের প্রধান ও প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ, টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাবহানাজ রাশিদ দিয়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক পরিচালক ক্যারোলিন ন্যাশ, ওহাইও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং আন্তর্জাতিক স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান, এবং সিভিকাস জাতিসংঘের উপদেষ্টা জেসেলিনা রানা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত